স্পেসএক্সের স্টারশিপের দশম পরীক্ষায় বড় সাফল্য

২৭ আগষ্ট, ২০২৫ ১১:৩৪  
২৭ আগষ্ট, ২০২৫ ১১:৩৪  
স্পেসএক্সের স্টারশিপের দশম পরীক্ষায় বড় সাফল্য

ইলন মাস্কের মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স তাদের বিশালাকায় স্টারশিপ রকেটের দশম পরীক্ষামূলক উড্ডয়নে একাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেস থেকে রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। খবর টেকক্রাঞ্চ।

৪০৩ ফুট উচ্চতার এই রকেটটি ৩৩টি র‌্যাপ্টর ইঞ্জিনের সাহায্যে আকাশে উড়ে প্রায় তিন মিনিটের মাথায় বুস্টার ও স্টারশিপ অংশ আলাদা হয়। বুস্টারটি মেক্সিকো উপসাগরে সফলভাবে অবতরণ করে। অপরদিকে স্টারশিপ মহাকাশে গিয়ে প্রথমবারের মতো পেলোড দরজা খুলে আটটি স্যাটেলাইট নিক্ষেপ করে এবং একটি র‌্যাপ্টর ইঞ্জিন পুনরায় চালু করে।

সবচেয়ে বড় সাফল্য হলো—স্টারশিপ পুরো মিশনে কোনো যোগাযোগ হারায়নি। এটি নাসার ২০২৭ সালের চাঁদে মানব অবতরণ প্রকল্পের জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিবিটেক/বিএমটি