৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫

খুদে বিজ্ঞানীদের জাদুচ্ছটা যেন বিজ্ঞান জাদুঘরে

১৯ জুন, ২০২৫ ১৩:৩২  
১৯ জুন, ২০২৫ ১৬:৩২  
খুদে বিজ্ঞানীদের জাদুচ্ছটা যেন বিজ্ঞান জাদুঘরে

রাজধানী ঢাকার প্রশাসনিক এলকা আগারগাঁয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে চলছে তিন দিব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫। সারা দেশের বহু শিক্ষার্থীর পাশাপাশি তরুণ বিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তারাও অংশ নিচ্ছেন।  প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা।

উৎসবের দ্বিতীয় দিন ১৯ জুন জমে উঠেছে খুদে ও তরুণ বিজ্ঞানীদের নানা বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী। এর মধ্যে নজর কেড়েছে নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাবের তৈরি একটি ড্রোন নিয়ে। ড্রোনটি দেখার জন্য তাদের স্টলের সামনে অনেক মানুষের ভিড়। রোবোটিক্স ল্যাবের প্রতিনিধি জানান, ‘আমাদের এই ড্রোনটি একটি মিলিটারি পারপাসের লিটল ড্রোন। বেসরকারি পর্যায়ে সামরিক ড্রোন হিসেবে তৈরি বাংলাদেশের প্রথম ড্রোন এটি। এর সম্পূর্ণ ডিজাইন ও ডেভেলপমেন্ট আমাদের ল্যাবে বানিয়েছি। এটা প্রায় ৬ কেজি ওজন বহন করতে পারে। আকাশে উড়তে পারে প্রায় ৪-৫ ঘণ্টা।’

‘জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’ স্লোগানে সারা দেশের ৬৪ জেলার প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নিয়েছে এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। বিজ্ঞান কমপ্লেক্স ভবনের দুই তলা জুড়ে জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা মোট ১৮০টি স্টলে নিজেদের প্রজেক্ট প্রদর্শন করছে। এবারের জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ড্রোন ও রোবটের মেলা বসিয়েছে খুদে উদ্ভাবকেরা। শরীয়তপুর থেকে ফায়ার ফাইটিং রোবট, টাঙ্গাইল থেকে মাল্টিপারপাস মিলিটারি রোবট নিয়ে টাঙ্গাইল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব উল্লেখযোগ্য। 

মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরি মডেল ও প্রজেক্টের কার্যকারিতা দর্শক ও বিচারকদের সামনে তুলে ধরছে। এই যেমন আল্ট্রা সনিক ওয়েভ রাডার,  হুইল চেয়ার ও অগ্নিকাণ্ডের সুরক্ষায় স্বয়ংক্রিয় রেসকিউ গ্যাস ডিটেক্টর নিয়ে রাজবাড়ী জেলা থেকে অংশ নিয়েছে তিনটি দল।

আল্ট্রা সনিক ওয়েভ রাডারটির নির্মাতা রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আবির হোসাইন স্বপ্ন, আহসান শরীফ ও মুস্তাম কবির; কেয়ার হুইল চেয়ারটি বানিয়েছে আর্যভট্ট গণিত পাঠশালার শিক্ষার্থী মো: শাফায়েত বিশ্বাস, দেবজিৎ সাহা জিৎ ও ওয়াহিদ তাওসীফ সিজান এবং রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী অমিত দাশ ও ফাহমিদ জাওয়াদ খান এনেছেন স্বয়ংক্রিয় গ্যাস ডিটেক্টর। মেলায় দলগুলোর সমন্বয় করছেন রাজবাড়ী একাডেমির যুগ্ম সম্পাদক রেজাউল করিম।

প্রকল্পগুলোর মধ্যে উদ্ভাবনী স্মার্ট হুইলচেয়ারটি পক্ষাঘাতগ্রস্ত (paralyzed) রোগীদের স্বাধীনভাবে চলাফেরা ও জীবনযাপন সহজ করতে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে হেড ও হ্যান্ড জেসচার কন্ট্রোল (মাথা যেদিকে ঘুরানো হবে চেয়ার টিও সেদিকে যাবে) , চোখের পলকে ফ্যান ও লাইট নিয়ন্ত্রণের ব্যবস্থা, স্বাস্থ্য পর্যবেক্ষণ (তাপমাত্রা, হার্ট রেট, অক্সিজেন মাত্রা), পতন শনাক্তকরণ, ওষুধ খাওয়ার রিমাইন্ডার এবং ভয়েস-ভিত্তিক AI সহকারী ORION। রোগীর মাথা বা চোখের হালকা অঙ্গভঙ্গির মাধ্যমেই চালানো যায় হুইলচেয়ার ও আশপাশের ডিভাইস। ORION সহকারী রোগীর কণ্ঠ বুঝে সাড়া দেয়, কথা বলে এবং প্রয়োজনীয় মনে করিয়ে দেয়। তাছাড়া জরুরি অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে SMS বা ফোনের মাধ্যমে আত্মীয়দের কাছে সংকেত পাঠাতে পারে।

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে থেকে প্রদর্শনীতে একটি প্রকল্পের অধীনে তুলে ধরা হয়েছে তিনটি সমাধান। পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক থেকে জ্বালানী উৎপাদন, প্লাস্টিক পরিস্কারে ব্যবহৃত দূ ষিত পনিকে বিষুদ্ধ করণ ও হাটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প তুলে ধরছেন এই জেলার খুদে বিজ্ঞানীরা। স্কুলটির খুদে উদ্ভাবক অন্বেষা চৌধুরী, তাসনিম জান্নাত ইভা, মনীষা চক্রবর্তী ও তাসনিম আরা তৃপ্তি তুলে ধরছেন সীমাহীন বিদ্যুৎ সম্ভাবনা এবং প্লাস্টিক পাইরোলাইসিস পদ্ধতির মাধ্যমে একটি উন্নত নগর বিনির্মাণের স্বপ্ন। তাদের নেতৃত্ব দিচ্ছেন জেলা শিক্ষক প্রতিনিধি সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান হাসান ও সুলতান আহমেদ নয়ন। তাদের নেতৃত্বেই মেলায় উপস্থাপিত প্রকল্পে প্লাস্টিক পাইরোলাইসিস, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, মেকানিক্যাল ফুটস্টেপ পাওয়ার জেনারেটর,স্মার্ট ডাস্টবিন, ইয়ার পিউরিফায়ার সহ বিভিন্ন অভিনব বিজ্ঞান ভিত্তিক সল্যুশন তুলে ধরছেন খুদে বিজ্ঞানীরা। 

স্বয়ংক্রিয় ও নিরাপদ যানবাহন প্রকল্প নিয়ে কক্সবাজার ডিসি কলেজের দুই শিক্ষার্থী তাসমিয়া জান্নাত তুলি ও ফাহামিদা আক্তার নীলার সঙ্গে প্রদর্শনীতে দেখা গেলো অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেনকে। একইসঙ্গে সমুদ্রের তেজষ্কৃয় বালি দিয়ে মাছি বন্ধ্যা করি ও বিষমুক্ত শুটকী উৎপাদন প্রকল্প নিয়ে কক্সবাজার মডেল হাইস্কুলের শিক্ষার্থী মামদুহা ইসলাম মম ও মোঃ ইশমাম জাবির উপস্থিত ছিলেন পাশের স্টলেই।

এছাড়াও প্রজেক্ট আলফা বট নিয়ে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শেখ সাব্বির আহমেদ আকাশ দেখাচ্ছে তাদের তৈরি রোবট গাড়ি, রক্তসেবার অনলাইন পোর্টাল নিয়ে হাজির হয়েছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট টিম, লক্ষ্মীপুর জেলারভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছেন নবায়নযোগ্য শক্তির নতুন একটি মডেল নিয়ে, নিজেদের তৈরি অটো চার্জিং কার দেখাচ্ছে সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের টিম আইল্যান্ড। রেল দুর্ঘটনার প্রতিরোধ সিস্টেমটি কি অ্যাপ নিয়ে এসেছে বরগুনার কোয়ান্টাম ক্লাব। ফরিদপুর থেকে পরিবেশ বান্ধব প্রকল্প ইকোনোভা, মানিকগঞ্জ থেকে বায়োফিলিকি সিটি, ট্রান্সমিশন লাইনের ত্রুটি হতে নিরাপত্তার প্রকল্প নিয়ে নারায়ণগঞ্জের একটি দল, বগুড়ার শাহীন কলেজের শিক্ষার্থীদের ইকো সিটি, কৃষি পথ প্রকল্প নিয়ে রাজবাড়ীর বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের একটি দল।