ইরানে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। নম্বর দুটি হলো ৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫।
১৫ জুন (রবিবার) তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই নম্বরগুলো প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের নিম্নোক্ত মোবাইল ও ফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে রবিববার ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে,ইসরায়েলে ইরানের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৮০ জন আহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে ২০০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে, দেশের ২২টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
অপরদিকে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০ জনে। আহত হয়েছেন আরও অনেকে। আল জাজিরা জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইরানে দেড় শতাধিক টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে বোমা হামলার ঘটনাও ঘটেছে।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলের হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স)। হামলা চালানো হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্রঘাঁটিতেও।







