গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি

৫ জুন, ২০২৫  
৫ জুন, ২০২৫  
গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি

নিজেদের নতুন প্রজন্মের জেড৮৯০ সিরিজের সকল মাদারবোর্ডে ইন্টেলের সর্বশেষ ইন্টেল ২০০এস বুস্ট প্রযুক্তি যুক্ত করেছ হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট।

গিগাবাইট বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, জেড৮৯০ মাদারবোর্ড ব্যবহারকারীরা বায়োস -এ একটি মাত্র ক্লিকেই এই ফিচার চালু করতে পারবেন।  প্রসেসরের ওয়ারেন্টি বজায় রেখেই ব্যবহারকারীরা সহজেই ওভারক্লকিং সুবিধা উপভোগ করতে পারবেন গেমাররা। এছাড়া, এই প্রযুক্তি ডিডিআরফাইভ এক্সএমপি মেমোরি সাপোর্ট করে সর্বোচ্চ ডিডিআরফাইভ-৮০০০পর্যন্ত, যা উচ্চগতির গেমিং ও মাল্টিটাস্কিং এর জন্য কার্যকর ভূমিকা রাখবে। তবে ইন্টেল ২০০এস বুস্ট চালু করতে হলে অবশ্যই-কে সিরিজের প্রসেসর ও এক্সএমপি সাপোর্টেড মেমোরি ব্যবহার করতে হবে।

৫ জুন, বৃহস্পতিবার গিগাবাইট অফিশিয়াল বিবৃতিতে জানায়, ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি মূলত ইন্টেল কোর আল্ট্রা ২০০এস সিরিজ প্রসেসরের জন্য বিশেষভাবে তৈরি একটি প্রি-কনফিগারড ওভারক্লকিং প্রোফাইল। এর মাধ্যমে প্রসেসরের ভেতরের বিভিন্ন ইউনিটের ফ্রিকোয়েন্সি স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে গেমিং পারফরম্যান্স ও রেসপন্স টাইম উন্নত করা হয়।

গিগাবাইট আরও জানিয়েছে, তাদের ওয়েবসাইটে ‘২০০এস বুস্ট’ সাপোর্টযুক্ত বায়োস আপডেট প্রকাশ করা হয়েছে। এছাড়া উপযুক্ত র‌্যাম বাছাইয়ে সহায়তা করতে একটি বিস্তারিত কোয়ালিটিফাইড ভেন্ডর লিস্ট (Qualified Vendor List) দেওয়া হয়েছে।