বিশ্বজুড়ে ৬ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বজুড়ে তাদের কর্মীবাহিনীর প্রায় ৩ শতাংশ, অর্থাৎ প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। কোম্পানিটি মঙ্গলবার জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের খরচ সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাইয়ের এ প্রক্রিয়া সকল স্তর ও অঞ্চলে প্রযোজ্য হবে। খবর রয়টার্স।
২০২৩ সালে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এটি তাদের সবচেয়ে বড় ছাঁটাই।
মাইক্রোসফট জানায়, তারা চলমান বাজার পরিস্থিতিতে নিজেদের সাফল্যের জন্য প্রয়োজনীয় সংগঠনগত পরিবর্তন চালিয়ে যাচ্ছে। যদিও সম্প্রতি এজিউর ক্লাউড ব্যবসায় শক্তিশালী প্রবৃদ্ধি এবং মুনাফা প্রকাশ পেয়েছে, তবে এআই পরিকাঠামো গড়ে তুলতে বড় অঙ্কের মূলধন ব্যয় করায় লাভের মার্জিন কমেছে।
চলতি অর্থবছরে প্রতিষ্ঠানটি ৮০ বিলিয়ন ডলার ব্যয়ে তথ্যকেন্দ্র সম্প্রসারণে নজর দিচ্ছে।
ডিবিটেক/বিএমটি