আইফোন ১৭ উন্মোচনের আগে নানা গুঞ্জন

অ্যাপল আগামীকাল (৯ সেপ্টেম্বর) কুপার্টিনোতে তাদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে। অনুষ্ঠানে চারটি নতুন মডেল দেখা যেতে পারে— আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একেবারে নতুন অতি-পতলা আইফোন ১৭ এয়ার। খবর এনগ্যাজেট।
খবরে বলা হয়, এয়ার মডেলে থাকবে এ১৯ চিপ, একক ক্যামেরা ও হালকা টাইটানিয়াম ফ্রেম, যদিও এর ব্যাটারি ক্ষমতা কম হতে পারে। অন্যদিকে প্রো মডেলগুলোতে উন্নত ক্যামেরা, উজ্জ্বল ডিসপ্লে ও নতুন অ্যান্টেনা প্রযুক্তি থাকার কথা শোনা যাচ্ছে।
নতুন সিরিজের দাম ৭৯৯ থেকে ১১৯৯ ডলার হতে পারে, তবে স্টোরেজ শুরু হবে ২৫৬ জিবি থেকে। রঙের ভ্যারিয়েন্টে কালো, সাদা, সবুজ, নীল, বেগুনি ও কমলা থাকছে বলে ধারণা।
স্মার্টফোনগুলোর সঙ্গে আসবে নতুন আইওএস ২৬, যেখানে থাকবে লাইভ ট্রান্সলেশন, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স, নতুন ডিজাইন ও ফটোস-ফোন অ্যাপের রিডিজাইন। পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ১১, ওয়াচ আল্ট্রা ৩, নতুন এয়ারপডস প্রো ৩ ও অন্যান্য অ্যাকসেসরিজ ঘোষণার সম্ভাবনাও রয়েছে।
অ্যাপল এবারও তার সেপ্টেম্বর ইভেন্টকে কেন্দ্র করেই টেক দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ডিবিটেক/বিএমটি