চুয়েটে “হ্যান্ডস-অন-ট্রেইনিং অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “হ্যান্ডস-অন-ট্রেইনিং অন লাইব্রেরী ম্যানেজমেন্ট-কোহা সফটওয়্যার” শীর্ষক প্রশিক্ষণের অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার. দুপুর চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং চীফ লাইব্রেরিয়ান মো. আব্দুল খালেক সরকার।
কী-নোট স্পীকার ছিলেন চীফ লাইব্রেরিয়ান জনাব মোঃ আব্দুল খালেক সরকার, ডেপুটি লাইব্রেরিয়ান মোহাঃ নাসিরুজ্জামান, ডেপুটি লাইব্রেরিয়ান মুহাম্মদ এমরানুল হক, সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা এবং সহকারী লাইব্রেরিয়ান ইমরান হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। এতে সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করা হয়।