গুগলের অ্যাপ আইকনে পরিবর্তন

গুগল তাদের অ্যাপ লোগোতে নতুন গ্রেডিয়েন্ট ডিজাইন যুক্ত করেছে, যা সম্প্রতি অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের নজরে এসেছে। খবর এনগ্যাজেট।
আগে যেখানে লোগোটি ছিল চারটি শক্ত রঙের ব্লকে বিভক্ত, সেখানে এখন রঙের সংযোগে একটি মসৃণ গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। যদিও ব্রাউজারের ফেভিকন ও গুগলের অফিসিয়াল প্রেস চিত্রে এখনো পুরোনো রঙের ব্লক লোগোই ব্যবহৃত হচ্ছে।
গুগলের অন্যান্য অ্যাপগুলোর লোগোতে এখনো কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে জেমিনি এআই সহকারীর তারকা প্রতীকে হালকা গ্রেডিয়েন্ট রয়েছে, যা ভবিষ্যতের নকশাগত পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ পরিবর্তনটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শুরু হয়েছে। ২০১৫ সালে গুগল যখন লোগো পরিবর্তন করেছিল, তখন ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। তাই হঠাৎ করে এই পরিবর্তন, তাও খণ্ড খণ্ডভাবে, অনেকের কাছেই বিস্ময়ের জন্ম দিচ্ছে।
ডিবিটেক/বিএমটি