ডিজিটাল স্বাস্থ্যসেবা দিতে ‘সুখী’ অ্যাপ

হজব্রত পালনকারী ইবিএল গ্রাহকরা গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন্স এর উদ্ভাবিত ‘সুখী’ অ্যাপের মাধ্যমে ২৪/৭ অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন। এর সম্পূর্ণ ব্যয় বহন করবে ইবিএল। গতকাল, ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির লক্ষ্য হলো, হজ পালনকালে গ্রাহকদের মানসিক স্বস্তি এবং অত্যাবশ্যকীয় মেডিক্যাল সেবাপ্রাপ্তি নিশ্চিত করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন্সের প্রধান নির্বাহী ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিটিও এবং সিবিও মো. সোলাইমুন রাসেল; ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, ট্রানজেকশন ব্যাংকিং প্রধান মো.জাবেদুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, ‘এ চুক্তি গ্রাহকদের অভিজ্ঞতা আরো সুখকর করতে এবং একই সঙ্গে বাংলাদেশের বৃহত্তর স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমে অর্থপূর্ণ ভূমিকা রাখতে ইবিএল এর অঙ্গীকারের প্রতিফলন’।