৯ আগষ্ট শিশুদের জাতীয় সকার বট চ্যাম্পিয়নশিপ
শিশুদের ‘রোবো কিকার্স’ ট্রফি উন্মোচন

আগামী ৯ আগস্ট রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে প্রথমবারের মতো বসছে শিশুদের জাতীয় সকার বট চ্যাম্পিয়নশিপ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো “ক্রিয়েটিভ জুনিয়র্স প্রেজেন্টস রোবো কিকার্স – ন্যাশনাল সকার বট চ্যাম্পিয়নশিপ ফর কিডস” এর ট্রফি উন্মোচন। এখন নানা আয়োজনের মধ্য দিয়ে আগামী তিন মাস ধরে চলবে প্রস্তুতি।
অভিভাবক সহ ঢাকার প্রায় অর্ধশতাধিক স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীদের সামনে ট্রফি উন্মোচন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার এবং স্পেস ইনোভেশন ক্যাম্প এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আউটরিচ টিম লিড দীপ্তি সরকারের সঞ্চালনায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ ডেভিড ডাউল্যান্ড। অন্যান্যের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চীফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ এবংব্র্যাক কুমন লিমিটেড সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “রোবো কিকার্সের মতো আয়োজন আমাদের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করবে এবং বাংলাদেশের প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।“
ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ এর চীফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ বলেন, “রোবো কিকার্সের মতো একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত। এই ধরনের প্রযুক্তি-ভিত্তিক প্রতিযোগিতা আমাদের শিশুদের মধ্যে ছোট বয়স থেকেই সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। আমরা বিশ্বাস করি, এ আয়োজন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে।“
স্পেস ইনোভেশন ক্যাম্প এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, “রোবো কিকার্স শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের আগামী প্রজন্মকে উদ্ভাবনী দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং দলগত কাজের গুরুত্ব শিখতে একটি প্ল্যাটফর্ম। আমরা আশা করি এই আয়োজন থেকে অংশগ্রহণকারীরা অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে প্রযুক্তি ও উদ্ভাবনের পথে এগিয়ে যাবে।“
ট্রফি উন্মোচন উপলক্ষ্যে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় রোবট শো’। এতে মার্স রোভার, হিউম্যান রোভার, ডুবুরী রোভার, সুমো রোবট ও সরকার বটসহ প্রায় ১৫ ধরনের রোবটের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় শিশুদের। সেখানে ছিলো তিনটি রোবো সকার মাঠও। এর একটির আকার ছিলো সাড়ে ৪ বাই সাড়ে ৫; সাড়ে ৪ বাই সাড়ে ৬ এবং সাড়ে ৪ সাড়ে ৮ বর্গফুঠের সবুজ মাঠ। সেখানেই ইন্সট্যান্ট সকার বট প্র্যাকটিস করেছেন উদ্বোধনীতে অংশ নেয়া শিশুরা। ছিলো ফান এক্টিভিটিও। এসময় বটের ফুটবল খেলায় সঙ্গী হয়েছেন অনেকেই।
জম্পেস আড্ডা আর উৎসবের মধ্য দিয়ে শিশুদের নিয়ে প্রথম বারের মতো দেশের মাঠেই যৌথভাবে রোবো কিকার্স এর আয়োজন করেছে স্পেস ইনোভেশন ক্যাম্প এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এই প্রতিযোগিতার মাধ্যমে খেলতে খেলতে শিশুদের উদ্ভাবনী শক্তি, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, আর্ট, গণিত ও কম্পিউটার (STEAM+C) শিক্ষার বিকাশের লক্ষ্য রয়েছে আয়োজকদের।
আয়োজকরা জানিয়েছেন, ৬–১৬ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে নকআউট পর্বের এই টুর্নামেন্ট শুরুর আগে দেশের বিভিন্ন স্থানের