এআই কোডিং প্ল্যাটফর্ম আনছে অ্যাপল ও অ্যানথ্রপিক

৩ মে, ২০২৫  
৩ মে, ২০২৫  
এআই কোডিং প্ল্যাটফর্ম আনছে অ্যাপল ও অ্যানথ্রপিক

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক একত্রে একটি নতুন প্রজন্মের কোডিং প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে, যা প্রোগ্রামারদের জন্য স্বয়ংক্রিয়ভাবে কোড লেখার, সম্পাদনার ও পরীক্ষা করার সুবিধা দেবে। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, প্ল্যাটফর্মটি ‘ভাইব-কোডিং’ সফটওয়্যার হিসেবে চিহ্নিত হচ্ছে এবং এতে অ্যানথ্রপিকের ক্লড সনেট মডেল ব্যবহৃত হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

খবরে বলা হয়, নতুন এই প্ল্যাটফর্ম অ্যাপলের বিদ্যমান এক্সকোড প্ল্যাটফর্মের উন্নত সংস্করণ এবং আপাতত অভ্যন্তরীণভাবে ব্যবহার চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। তবে ভবিষ্যতে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে কি না, সে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

এআই খাতে অগ্রসর হতে অ্যাপল বিভিন্ন অংশীদারদের সঙ্গে কাজ করছে। বর্তমানে অ্যাপলের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ফিচার চালাতে ওপেনএআই-এর চ্যাটজিপিটি ব্যবহৃত হচ্ছে এবং গুগলের জেমিনিকেও বিকল্প হিসেবে যুক্ত করার ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, অ্যানথ্রপিকের ক্লড মডেল ইতোমধ্যেই কোড লেখার কাজে জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষত ‘ভাইব-কোডিং’ প্ল্যাটফর্ম যেমন কার্সর ও উইন্ডসার্ফ।

ডিবিটেক/বিএমটি