চীনে টেসলার আমদানি করা দুটি মডেলের অর্ডার গ্রহণ স্থগিত

১২ এপ্রিল, ২০২৫  
১২ এপ্রিল, ২০২৫  
চীনে টেসলার আমদানি করা দুটি মডেলের অর্ডার গ্রহণ স্থগিত

টেসলা তাদের ওয়েবসাইট ও উইচ্যাট অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রে তৈরি মডেল এস এবং মডেল এক্স গাড়ির জন্য নতুন অর্ডার গ্রহণ স্থগিত করেছে। প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের কোনো কারণ না জানালেও ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধই এর পেছনের কারণ। খবর রয়টার্স।

চীন শুক্রবার মার্কিন পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করেছে, যা ট্রাম্প প্রশাসনের চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক বৃদ্ধির জবাব হিসেবে এসেছে। ফলে আমদানি করা এসব গাড়ির দাম চীনা ক্রেতাদের জন্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২৪ সালে চীন মাত্র ১,৫৫৩টি মডেল এক্স ও ৩১১টি মডেল এস আমদানি করেছিল, যা টেসলার মোট ৬.৫৭ লাখ গাড়ি সরবরাহের ০.৫% এরও কম। দেশীয় প্রতিযোগী বিওয়াইডি ও অন্যান্য নির্মাতাদের চাপে টেসলার প্রিমিয়াম মডেলগুলোর বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে।

ডিবিটেক/বিএমটি