ভারতে শুরু হচ্ছে টেসলার গাড়ি বিক্রি

১২ জুলাই, ২০২৫ ২২:১৮  
১২ জুলাই, ২০২৫ ২২:১৮  
ভারতে শুরু হচ্ছে টেসলার গাড়ি বিক্রি

টেসলা শিগগিরই ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করতে যাচ্ছে বলে ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনার পর প্রতিষ্ঠানটি মুম্বাইয়ে প্রথম শোরুম খোলার প্রস্তুতি সম্পন্ন করছে এবং আগামী আগস্ট থেকে ডেলিভারি শুরু হতে পারে। খবর টেকক্রাঞ্চ।

ব্লুমবার্গের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই টেসলা ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্স-এ ভারতের জন্য বিশেষ একটি অ্যাকাউন্ট চালু করেছে। সেখানে প্রথম পোস্টে মুম্বাইয়ের স্কাইলাইনের একটি চিত্রের সাথে লেখা হয়েছে “কামিং সুন।”

ভারতীয় বাজারে টেসলার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে উচ্চমূল্য ও শুল্ক। বর্তমানে ভারতে গাড়ি আমদানি করলে প্রায় ৭০% শুল্ক দিতে হয়। আগে টেসলা ভারত সরকারকে দেশে কারখানা স্থাপনের প্রস্তাব দিলেও তা কার্যকর হয়নি।

ডিবিটেক/বিএমটি