ফের কাটা যাচ্ছে মেট্রো রেলের টিকিট

টিকিট ছাড়াই আড়াই ঘণ্টা মেট্রোরেলে ভ্রমণ করেছেন যাত্রীরা

১৭ মার্চ, ২০২৫  
১৭ মার্চ, ২০২৫  
টিকিট ছাড়াই আড়াই ঘণ্টা মেট্রোরেলে ভ্রমণ করেছেন যাত্রীরা

রাতের সিদ্ধান্ত ছিল সকাল থেকে ট্রেন চালাব না। তবে কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে অবস্থান শিথিল হয়। তারপvও পূূর্ব ঘোষণার জেরে সোমবার (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধের আশঙ্কা ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ে মেট্রোরেল চলছে। যদিও কাজে যোগ দেননি মেট্রোরেল কর্মীরা। সহকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি পালন করে মেট্রোরেলের কিছু কর্মী। এতে সিঙ্গেল যাত্রার টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। যাত্রীদের সেবা না দেওয়ায় যারা সিঙ্গেল যাত্রার টিকিট কাটতে পারেনি, তাদের ফ্রিতে ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়। আর যাদের এমআরটি কার্ড আছে তারা কার্ড পাঞ্চ করে ঢুকতে পেরেছেন।

ফলে টিকিট ছাড়াই আড়াই ঘণ্টা যাত্রীরা মেট্রোরেল ভ্রমণ করেছেন। সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই্ আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মেট্রোরেল স্টেশনে কর্মচারীরা।

মতিঝিলে কর্মরত ব্রোকারিজ হাউজে কর্মকর্তা হোসেন মাহমুদ বলেন, প্রতিদিনের মতো অফিসে যাওয়ার উদ্দেশে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে আসি। এসে দেখি কোনো ধরনের কার্ড পাঞ্চ করা যাচ্ছে না। তবে মেট্রো চলছে। কার্ড পাঞ্চ করা ছাড়াই অফিসে আসলাম।

তবে প্রায় দেড় ঘণ্টা পর এই অবস্থার অবসান ঘটেছে। ফের মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে কাজে যোগ দিয়েছেন কর্মীরা। এমনটাই জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন আহমেদ (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) । তিনি জানান, মেট্রোরেলের কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখন মেট্রোরেল কর্মীরা কাজে যোগ দিয়েছেন। একক যাত্রার টিকিট আগের মতই বিক্রি হচ্ছে।

একই কথা জানিয়েছৈ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন। তিনি জানান, সহকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি পালন করে মেট্রোরেলের কিছু কর্মীরা। এতে সিঙ্গেল যাত্রার টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। এখন কোনো কর্মবিরতি নেই। পাসধারী যারা আছেন তাদের জরিমানার বিষয়টি স্টেশনে গেলেই সমাধান হবে।

এর আগে রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির ঘোষণা দেন তারা। তাদের দাবি, এ ঘটনা ইচ্ছাকৃতভাবে এমআরটি পুলিশ সদস্যরা করেছেন।