ফের যান্ত্রিক ত্রুটিতে ২০ মিনিট অচল মেট্রো রেল

২৮ মে, ২০২৫  
২৮ মে, ২০২৫  
ফের যান্ত্রিক ত্রুটিতে ২০ মিনিট অচল মেট্রো রেল

ফের ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেলো বুধবার (২৮ মে) । মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে ফার্মগেটে আটকে যায়।

এর আগেও গত ২৪ মার্চ যান্ত্রিক ত্রুটির কারণে কাজী পাড়া থেকে মিরপুর ১০-এ ২৭ মিনিট আটকে ছিল বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহনটি। সেদিন দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত ২৭ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়। একইভাবে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি উত্তরা ও মতিঝিলে  সিগনাল সিস্টেমে অসুবিধার কারণে বিগত ২০ থেকে ২৫ মিনিট রেল সার্ভিসটি বন্ধ রাখতে হয়েছিলো। একই বছরের ১৭ ফ্রেব্রুয়ারি দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

তারও আগে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ওড়াপাড়া স্টেশনে পৌঁছার আগেই এক একবার এবং কাজীপাড়া স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে আবারও বন্ধ হয়ে যায় মেট্রোরেল। অবশ্য ৮ থেকে ১০ মিনিট পর আবার গতি ফিরে পায়।

তবে আজ ফার্মগেটে প্রায় ২০ মিনিট নিশ্চল থাকতে হয়েছে মেট্রোরেলকে। এ সময় যাত্রীরা ট্রেনের ভেতরে অপেক্ষা করছিলেন। পরে চালকের দক্ষতায় যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ট্রেনটি ২০ মিনিট পর মতিঝিলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এসময় মেট্রোলের সব স্টেশনে যাত্রীর চাপ ছিল খুবই বেশি। মেট্রোর (ট্রেনের) ভেতরেও দাঁড়ানোর বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা ছিল না। এর মধ্যে মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

ডিএমটিসিএল সূত্র জানায়, আজ নয়াপল্টনে বিএনপির যুব সমাবেশ ছিল। ফলে সকাল থেকে মেট্রোরেলে যাত্রীর চাপ বাড়ে। বিকেলে সমাবেশ শেষ হওয়ার পর এই চাপ আরও কয়েক গুণ বেড়েছে। 

সন্ধ্যায় ডিএমটিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কারিগরি গোলযোগের কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এখন মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হয়েছে। যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিক দুঃখিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও সহযোগিতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।