প্রতিবাদ করে বরখাস্ত হলেন মরক্কোর নারী প্রকৌশলী

ইসরাইলি গণহত্যায় সহযোগী মাইক্রোসফট?

৭ এপ্রিল, ২০২৫  
৭ এপ্রিল, ২০২৫  
ইসরাইলি গণহত্যায় সহযোগী মাইক্রোসফট?

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করে বহিষ্কৃত হলেন মাইক্রোসফটের এক নারী প্রকৌশলী। মাইক্রোসফট এর ৫০ তম বার্ষিকীতে তির্যক মন্তব্য করায় বহিষ্কৃত মরক্কোর এই এআই প্রকৌশলীর নাম এবতেহাল আবু আল-সাদ। সূত্র: রয়টার্স

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চে উঠে মাইক্রোসফট ইসরাইলের গণহত্যায় প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে বলে অভিযোগ করেন তিনি। এবতেহাল মাইক্রোসফট এআই সিইও কে খুনি সম্বোধন করে কোম্পানীর এআই পরিচালক মুস্তাফা সুলেমান (আরব বংশোদ্ভূত) দখলদার সেনাবাহিনীকে এআই প্রযুক্তি, সার্ভার এবং পরিষেবা প্রদান করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ক্ষেত্রে জড়িত থাকার অভিযোগ করেন।

তখন সুলেমান বলেন, আমি আপনার অভিযোগ শুনলাম। এরপার হার্ভার্ডের স্নাতক এবতেহালকে ঘিরে ধরে বাইরে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি স্পষ্টভাবে বলেছেন, "আমার কিছু কাজ নিরপরাধদের হত্যায় অবদান রাখে। আর আমি চুপ করে থাকতে পারি না।"

এর ২৪ ঘন্টার মধ্যে ডিজিটাল মাধ্যম থেকে তার সমস্ত অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। তাকে মাইক্রোসফট থেকে থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি জানানো হয়েছে,  তাকে আর কোনও আমেরিকান কোম্পানি তাকে গ্রহণ করবে না।

এ নিয়ে এবতেহাল বলেছেন, "যতক্ষণ আমি ভালো আছি ততক্ষণ এটা আমার জন্য কোন ব্যাপার নয়। কেননা, যখন আমি স্রষ্টার সাথে দেখা করবো, তখন বলতে পারব আমি চেষ্টা করেছি আমাদের নির্দোষ বোনদের সাথে যা ঘটছে তার জন্য"। এই কথাটি ভাইরাল হয়েছে।

 এআই প্রকৌশল হিসেবে মাইক্রোসফটের মাইক্রোসফটে তার বেতন ছিল বিশ হাজার ডলার।