উইসকনসিনে বিলিয়ন ডলারের ডেটা সেন্টার বানাচ্ছে মেটা

৫ এপ্রিল, ২০২৫  
৫ এপ্রিল, ২০২৫  
উইসকনসিনে বিলিয়ন ডলারের ডেটা সেন্টার বানাচ্ছে মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে প্রায় ১ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে মেটা প্ল্যাটফর্মস। শুক্রবার ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

ব্লুমবার্গের হাতে আসা নথি অনুযায়ী, ফেব্রুয়ারিতে উইসকনসিন কর্তৃপক্ষ একটি নাম প্রকাশ না করা কোম্পানির সঙ্গে প্রায় ৮৩৭ মিলিয়ন ডলার ব্যয়ে বহু বছরের একটি ডেটা সেন্টার প্রকল্পে চুক্তি করে। পরে জানা যায়, প্রকৃতপক্ষে সেই প্রতিষ্ঠানটি মেটা।

মেটা এবং উইসকনসিন ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাকে এ বছর ৬৫ বিলিয়ন ডলার পর্যন্ত অবকাঠামো খাতে ব্যয় করতে উদ্বুদ্ধ করছে। তবে বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পাল্টা শুল্কনীতি বড় প্রযুক্তি কোম্পানিগুলোর এসব বিনিয়োগকে ব্যাহত করতে পারে।

ডিবিটেক/বিএমটি