টেসলা ছাড়ছেন সফটওয়্যার প্রকৌশল প্রধান

টেসলার সফটওয়্যার প্রকৌশল বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ডেভিড লাউ পদত্যাগ করছেন বলে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, তিনি ইতোমধ্যে কোম্পানির ভেতরে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খবর রয়টার্স।
লাউ ১২ বছরেরও বেশি সময় ধরে টেসলায় কাজ করছেন এবং ২০১৭ সাল থেকে এই পদে ছিলেন। তার দল টেসলার গাড়ির সফটওয়্যার, ক্লাউড পরিষেবা ও উৎপাদন ব্যবস্থার তদারকি করত।
টেসলা কিংবা লাউ এ বিষয়ে রয়টার্সের অনুরোধে কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর শুক্রবার টেসলার শেয়ারমূল্য প্রায় ১০% কমে যায়। এরই মধ্যে চীন পাল্টা কঠোর শুল্ক আরোপ করেছে, যা বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করছে।
ডিবিটেক/বিএমটি