ভারতে চ্যাটজিপিটির ব্যবহার বেশি, আয় কম

৫ এপ্রিল, ২০২৫  
৫ এপ্রিল, ২০২৫  
ভারতে চ্যাটজিপিটির ব্যবহার বেশি, আয় কম

ওপেনএআই-এর চ্যাটজিপিটি ভারতে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে, তবে রাজস্ব আয়ের দিক থেকে দেশটিতে প্রতিষ্ঠানটি এখনও পিছিয়ে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর টেকক্রাঞ্চ।

অ্যানালিটিকস প্রতিষ্ঠান সেন্সরটাওয়ারের তথ্যে দেখা গেছে, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ভারতে মোবাইল অ্যাপের মাধ্যমে চ্যাটজিপিটি সাবস্ক্রিপশনে ব্যয় হয়েছে প্রায় ৮ মিলিয়ন ডলার। তবে যুক্তরাষ্ট্রে এই পরিমাণ ৩৩০ মিলিয়নেরও বেশি, যা ভারতের তুলনায় অনেক গুণ বেশি।

মূল কারণ হিসেবে দেখা হচ্ছে স্থানীয় মূল্যকে। ভারতে চ্যাটজিপিটির সর্বনিম্ন সাবস্ক্রিপশন মূল্য ২০ ডলার (প্রায় ১,৭০০ রুপি), যা অনেক ব্যবহারকারীর কাছে ব্যয়বহুল বলে বিবেচিত।

তবে ওপেনএআই-এর প্রধান পরিচালনা কর্মকর্তা ব্র্যাড লাইটক্যাপ এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ভারত বর্তমানে চ্যাটজিপিটির সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজার।

ভারতে ৯৫০ মিলিয়নের বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, যা ওপেনএআই-এর ‘বিলিয়ন ইউজার প্ল্যাটফর্ম’ হওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ভারতীয় টেলিকম জায়ান্ট রিলায়েন্স জিও’র সঙ্গে অংশীদারিত্বেরও চেষ্টা করছে বলে জানা গেছে।

অ্যাপফিগারসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এ পর্যন্ত চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের ২০ শতাংশই এসেছে ভারত থেকে। বিশ্বব্যাপী চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা ৫০ কোটিরও বেশি।

ডিবিটেক/বিএমটি