আরো ৬০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলো বাক্কো

২৪ মার্চ, ২০২৫  
২৪ মার্চ, ২০২৫  
আরো ৬০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলো বাক্কো

 

এবারে ৩ টি ব্যাচে উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ নিয়ে সনদপত্র লাভ করেছেন ৬০ জন ফ্রিল্যান্সার। রাজধানীর একটি সম্মেলন কক্ষে রবিবার (২৩ মার্চ) প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ‘বিজনেস প্রোমোশন কাউন্সিলের (বিপিসি) পরিচালক তরফদার সোহেল রহমান। 

বাক্কো সহসভাপতি মোঃ তানজিরুল বাসারর সভাপতিত্বে অনুষ্ঠানে বাক্কো যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ; এমরাজিনা টেকনোলজিস প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম; ভাইজার এক্স লিমিটেড সিইও ফয়সাল মোস্তফা; বিজনেস প্রোমোশন কাউন্সিলের সহকারী পরিচালক, মো: ফয়সাল খান;  প্রশিক্ষক মোঃ মনজের হোসাইন; বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 

বাক্কো সচিবালয় সূত্রে প্রকাশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের উন্নয়নের লক্ষ্যে দেশের ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে সর্বপ্রথম ২০২২ সালে “Freelancer to Entrepreneur” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নেয় বাক্কো। এ উদ্যোগে সহযোগিতা করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)। এর আগে চলতি বছরেই প্রথমে চট্টগ্রামে একটি ব্যাচে ২০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দেয়া হয়। গতবারও এ প্রশিক্ষণ কর্মশালা থেকে সনদপত্র অর্জন করেছিলেন ৬০ জন প্রশিক্ষণার্থী। ২০২২ সাল থেকে এ পর্যন্ত মোট ৩১৬ জন প্রশিক্ষণার্থী সফলভাবে এই কর্মশালায় অংশগ্রহণ করে সনদপ্রাপ্ত হয়েছেন।