সিটিগ্রুপের আইটি ঠিকাদার কমিয়ে ২,০০০ কর্মী নিয়োগের পরিকল্পনা

আমেরিকার বহুজাতিক বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপ তাদের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। ব্যাংকটি তাদের আইটি বিভাগে ঠিকাদারের সংখ্যা ৫০% থেকে কমিয়ে ২০% করার পরিকল্পনা করেছে এবং একই সঙ্গে ২,০০০ নতুন কর্মী নিয়োগ দেবে। ফলে ব্যাংকের প্রযুক্তি কর্মীর সংখ্যা বেড়ে ৫০,০০০-এ পৌঁছাবে। খবর রয়টার্স।
ব্যাংকটি সম্প্রতি তথ্য ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে ১৩৬ মিলিয়ন ডলার জরিমানার সম্মুখীন হয়। এছাড়া, একটি ২২.৯ মিলিয়ন ডলারের প্রতারণামূলক লেনদেন ধরা পড়েছে, যা মূলত বাহ্যিক ঠিকাদারদের কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এসব সমস্যার সমাধানে ব্যাংকটি অভ্যন্তরীণ দক্ষতা বাড়াতে চায়।
সিটিগ্রুপের প্রযুক্তি প্রধান টিম রায়ান জানিয়েছেন, নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই পরিবর্তন আনা হচ্ছে। ব্যাংকটি আরও জানিয়েছে, অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, সিটি কম খরচের জায়গাগুলোতে কর্মী বাড়ানোর পরিকল্পনা করছে।
চেন্নাই, বেলফাস্ট ও ওয়ারস-এর মতো অঞ্চলগুলোতে কর্মী নিয়োগের প্রবণতা বাড়তে পারে, অন্যদিকে নিউইয়র্ক ও নিউ জার্সির মতো উচ্চ ব্যয়ের জায়গায় কর্মী সংখ্যা কমতে পারে।
ডিবিটেক/বিএমটি