শিগগিরই আসছে নিনটেন্ডো সুইচ ২

৯ মার্চ, ২০২৫  
৯ মার্চ, ২০২৫  
শিগগিরই আসছে নিনটেন্ডো সুইচ ২

নিনটেন্ডো সুইচ ২ অবশেষে প্রকাশের পথে। দীর্ঘদিনের গুঞ্জনের পর, গত ১৬ জানুয়ারি সংক্ষিপ্ত এক ট্রেলারে নতুন কনসোলটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় নিনটেন্ডো। আগামী ২ এপ্রিল একটি বিশেষ নিনটেন্ডো ডিরেক্ট আয়োজনের মাধ্যমে কনসোলটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। খবর এনগ্যাজেট।

নিনটেন্ডো সুইচ ২ দেখতে মূলত আগের সংস্করণের মতোই, তবে এতে বড় ডিসপ্লে, চৌম্বকীয় জয়-স্টিক এবং আরও উন্নত ডিজাইন রয়েছে। এটি আগের সুইচ গেমগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলে নিশ্চিত করেছে নিনটেন্ডো। নতুন সংস্করণে দুইটি ইউএসবি-সি পোর্ট যুক্ত করা হয়েছে, যা আনুষঙ্গিক ডিভাইস সংযুক্ত করা সহজ করবে। আগের মতোই এতে হেডফোন জ্যাক রাখা হয়েছে, তবে ব্লুটুথ হেডফোন সমর্থন করা হবে কি না, তা নিশ্চিত নয়।

ডিভাইসটির কিকস্ট্যান্ডও উন্নত করা হয়েছে, যা সুইচ ওএলইডি সংস্করণের মতো পুরো কনসোলজুড়ে বিস্তৃত এবং সম্পূর্ণ সমনিয়ন্ত্রিত। তবে এখনো ব্যাটারি লাইফ, ইউজার ইন্টারফেস এবং গেম লঞ্চের বিস্তারিত জানা যায়নি।

নিনটেন্ডো সুইচ ২-এর সম্ভাব্য উন্মোচনের তারিখ এপ্রিল বা জুন মাসের মধ্যে হতে পারে। ২ এপ্রিলের নিনটেন্ডো ডিরেক্টে এ বিষয়ে নিশ্চিত ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি