অস্ট্রেলিয়ায় টেলিগ্রামকে জরিমানা

২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৩৮  
২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৩৮  
অস্ট্রেলিয়ায় টেলিগ্রামকে জরিমানা

অনলাইন নিরাপত্তা সংক্রান্ত তথ্য দিতে দেরি করায় অস্ট্রেলিয়ার ইসেইফটি কমিশন মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে প্রায় ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার (৬.৪ লাখ মার্কিন ডলার) জরিমানা করেছে। খবর রয়টার্স।

২০২৪ সালের মার্চে ইউটিউব, এক্স, ফেসবুক, টেলিগ্রাম ও রেডিটের কাছে শিশু নির্যাতন ও সহিংস উগ্রবাদ ঠেকাতে নেওয়া পদক্ষেপ নিয়ে জানতে চায় সংস্থাটি। মে মাসের মধ্যে জবাব দিতে বলা হলেও টেলিগ্রাম প্রতিক্রিয়া দেয় অক্টোবরে।

ইসেইফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট বলেন, "অস্ট্রেলিয়ায় স্বচ্ছতা বজায় রাখা বাধ্যতামূলক, এটি ঐচ্ছিক নয়।" তিনি জানান, টেলিগ্রামের দেরির ফলে অনলাইন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা ব্যাহত হয়েছে।

টেলিগ্রাম দাবি করেছে, তারা আগেই সব প্রশ্নের উত্তর দিয়েছে এবং জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ২০২৪ সালে তাদের সন্ত্রাসবাদবিষয়ক তদন্তগুলোর মধ্যে প্রতি পাঁচটির একটিতে কিশোরদের সংশ্লিষ্টতা ছিল।

বিশ্বব্যাপী টেলিগ্রাম নজরদারির মুখে রয়েছে। ফ্রান্সে প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে অ্যাপে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে তদন্ত শুরু হয়েছে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ইসেইফটি কমিশন জানিয়েছে, জরিমানা না দিলে টেলিগ্রামের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।

ডিবিটেক/বিএমটি