মেটার প্রথম জেনারেটিভ এআই ডেভেলপার সম্মেলনের ঘোষণা

Feb 19, 2025 - 12:18
Feb 19, 2025 - 12:18
মেটার প্রথম জেনারেটিভ এআই ডেভেলপার সম্মেলনের ঘোষণা

মেটা ঘোষণা করেছে যে, তারা প্রথমবারের মতো জেনারেটিভ এআই ডেভেলপারদের জন্য বিশেষ সম্মেলন ‘লামাকন’ আয়োজন করতে যাচ্ছে। মেটার লামা (Llama) এআই মডেলের নামে নামকরণ করা এই সম্মেলন আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। খবর টেকক্রাঞ্চ।

মেটা জানিয়েছে, এই সম্মেলনে তারা তাদের ওপেন-সোর্স এআই উন্নয়ন নিয়ে সর্বশেষ তথ্য শেয়ার করবে, যা ডেভেলপারদের নতুন অ্যাপ ও পণ্য তৈরিতে সহায়তা করবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। মেটার বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘মেটা কানেক্ট’ যথারীতি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।

মেটা কয়েক বছর আগে ওপেন-সোর্স এআই উন্নয়নের কৌশল গ্রহণ করে, যার মাধ্যমে গ্লোবালমানি স্যাক্স, নমুরা হোল্ডিংস, এটিঅ্যান্ডটি, ডোরড্যাশ ও অ্যাকসেঞ্চারের মতো প্রতিষ্ঠান লামা মডেল ব্যবহার করছে। মেটা দাবি করছে, লামার শত শত মিলিয়ন ডাউনলোড হয়েছে এবং এনভিডিয়া, ডেল, ডাটাব্রিকস ও স্নোফ্লেকসহ ২৫টিরও বেশি পার্টনার এটি হোস্ট করছে।

তবে, চীনা এআই কোম্পানি ডিপসিকের উত্থানে মেটা কিছুটা চাপে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডিপসিকের নতুন এআই মডেল মেটার পরবর্তী লামা সংস্করণকেও ছাড়িয়ে যেতে পারে। এ কারণে মেটা দ্রুততার সঙ্গে ডিপসিকের কার্যকারিতা বিশ্লেষণে ‘ওয়ার রুম’ গঠন করেছে।

মেটা ২০২৫ সালে এআই সংক্রান্ত প্রকল্পে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে, যার মধ্যে নতুন এআই ডাটা সেন্টার নির্মাণ ও এআই বিশেষজ্ঞ নিয়োগ অন্তর্ভুক্ত।

মার্ক জাকারবার্গ জানিয়েছেন, মেটা নতুন লামা মডেল আনতে যাচ্ছে, যার মধ্যে রিজনিং ও মাল্টিমোডাল সক্ষমতা থাকবে। তবে, মেটা বর্তমানে কপিরাইট লঙ্ঘনের মামলা ও ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের ডেটা গোপনীয়তা সংক্রান্ত বাধার মুখে পড়েছে।

ডিবিটেক/বিএমটি