শুরু হলো তৃতীয় চট্টগ্রাম আইসিটি ফেয়ার

১৫ জানুয়ারি, ২০২৫  
শুরু হলো তৃতীয় চট্টগ্রাম আইসিটি ফেয়ার

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বন্দরনগরী চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে শুরু হলো ইন্টারনেট ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’। তৃতীয় বারের মতো চলমান মেলাটিতে ইন্টারনেট পরিষেবা তুলে ধরার পাশাপাশি রয়েছে বিষয় ভিত্তিক সেমিনার, বিজ্ঞানমেলা, সুডোকু, বিভিন্ন অলিম্পিয়াড ও রোবো সকার প্রতিযোগিতা।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় রয়েছে তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯৬টি স্টল।

সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক, সেক্রেটারি নাজমুল করিম ভূঁইয়া, সহ সভাপতি ও চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র আহ্বায়ক আনোয়ারুল আজিম এবং চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার রুবেন্সসহ আয়োজক সংগঠকরা।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ, লাইভ কনসার্ট হবে।

তৃতীয় ও শেষ দিনে থাকছে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ- ব্রেইই ব্যাটল। ওইদিন বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ড. শাহাদাত হোসেন।

মেলা নিয়ে আইএসপিএবি চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার জানান, চট্টগ্রামের আইটি ইন্ড্রাস্টিতে প্রায়ই ২০০টির মতো কোম্পানি কাজ করছে। যারা ইউজার বা সেবা গ্রহণ করেন তাদের সঙ্গে কোম্পানিগুলোর সরাসরি একটি সম্পর্ক তৈরি করা আমাদের উদ্দেশ্য। পাশাপাশি আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানানোই এ মেলার মূল উদ্দেশ্য।