চাবি ছাড়াই এক চার্জে ৯৫ কিলো চলবে ই-বাইকটি!

১৮ জানুয়ারি, ২০২৫ ১০:১৪  
চাবি ছাড়াই এক চার্জে ৯৫ কিলো চলবে ই-বাইকটি!

বাংলাদেশের একক পরিবেশক হিসেবে চীনের লুইআন ব্র্যান্ডের দুই চাকার ই-বাইক দেশের বাজারে এনেছে ডিএক্স গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে শুরুতে লুইআন দুইটি মডেলের ই-বাইক বাজারজাত করবে। এগুলো হলো-লুইআন এমওকে এবং লুইআন এমওয়াইসি।

পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন জানিয়েছেন, ই-বাইক ‍দুটিই একবার চার্জে চলবে ৮০ থেকে ৯৫ কিলোমিটার। ই-বাইক দুটি শুধু ট্যাপ করে চালু এবং বন্ধ করতে পারবেন ব্যবহারকারী। এটির দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার টাকা। আর লুইআন এমওয়াইসি’র দাম ১ লাখ ৪৩ হাজার টাকা। উভয়টিতেই রয়েছে ৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা।

বাইক দুটির মধ্যে ধ্যে লুইআন এমওকে মডেলের বাইকটির ওজন ৮৪ কেজি। ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট। বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক।
অপরদিকে ৮৩ কেজি ওজনের লুইআন এমওয়াইসি’র ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট।