সন্ধ্যায় শেষ হচ্ছে ঢাকা মোটর শো

আইসিসিবিতে একের ভেতর পাঁচ

৩ মে, ২০২৫  
৩ মে, ২০২৫  
আইসিসিবিতে একের ভেতর পাঁচ

বৃষ্টিবাধার পর ফের জমে উঠেছে রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি), চলমান ঢাকা অটো ফেস্ট। প্রর্দশনীর পাশাপাশি তিন দিনব্যাপী বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী- ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’। এখানে বিভিন্ন ব্র্যান্ডের নতুন-পুরাতন মডেলের গাড়ি, মোটরসাইকেল, স্কুটারস, বাইসাইকেল, হালকা বৈদ্যুতিক যানবাহন, অটোকম্পোনেন্ট এবং অটোমোবাইল প্রযুক্তির নতুন-নতুন মডেল উপস্থাপন করা হচ্ছে। 

সম্মেলন কেন্দ্রের মোট এক লাখ ৩৪ হাজার বর্গফুটের চারটি ভেন্যুতে একইসঙ্গে চলছে ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’, ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’, ‘৮ম ঢাকা অটো পার্টস শো ২০২৫’, ‘৭ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫’ এবং ‘২য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৫’। এতে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে আয়োজক সেমস-গ্লোবাল কর্তৃপক্ষ। এ যেন একের ভেতর পাঁচ আয়োজন। ছুটির দিনের এমন আয়োজনে তাই ভীড়ও আছে বেশ। 

 সম্মেলন কেন্দ্রের গুলশেফা হলে কমার্শিয়াল অটোমোটিভ; পুষ্পগুচ্ছতে টু হুইলার; রাজদর্শন ও নবরাত্রি হলে ফোর হুইলার পণ্য প্রদর্শিত হচ্ছে। প্রতিটি হলেই আছে অটো পার্টস, আফটারমার্কেট অ্যাকসেসরিজ, লুব্রিকেন্ট, হেলমেট, ব্লুটুথ এমনকি মাসাজ চেয়ারও দেখা গেছে মেলায়।  আন্তর্কাজাতিক বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে চীনা বিভিন্ন ব্র্যন্ডের বৈদ্যুতিক যানের পসরা চোখে পড়ে সবচেয়ে বেশি। প্রদর্শকদের সঙ্গে কথা বলে জানাগেছে, গাড়ি বেচাকেনার চেয়ে অ্যাক্সেসরিজ বিশেষ করে লুব্রিকেন্ট বিক্রি হচ্ছে বেশি। 

সরেজমিনে প্রদর্শনীতে দেখা গেছে, ছুটির তিন দিনে অনেকেই মেলায় এসেছেন সপরিবারে। শিশু-নারীরা সেলফি তোলায় ব্যস্ত প্রদর্শনীর গাড়ির সঙ্গে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিটি হলের সামনেই টিকিট কাটতে দেখা গেছে দর্শনার্থীদের। তবে গাড়ির চেয়ে মোটরে তরুণদের এবং ইভি ও স্কুটিতে মেয়েদের আগ্রহ ছিলো চোখে পড়ার মতো। প্রতিটি হলেই চলছে বিভিন্ন ছাড়ের আয়োজন। বিভিন্ন কোম্পানি কুইজে ও লটারিতে দর্শনার্থীদের জন্য রেখেছেন উপহার। তবে এবার বারকোড/কিউআর কোড এর মাধ্যমে দর্শনার্থীদের নিজেদের অ্যাপ ইনস্টল করাতে ব্যস্ত দেখা গেছে ব্র্যান্ড প্রমোশনালদের।    

আয়োজকরা জানান, অটো সিরিজ অব এক্সিবিশন্সের আওতাধীন ‘ঢাকা মোটর শো’, ২০০৬ সাল থেকে সফলতার সাথে বাংলাদেশে আয়োজিত হয়ে আসছে। ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুষঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী; যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এ প্রদর্শনীতে মিতসুবিশি, হুন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, সুজুকি, গ্যাক মোটরস, ডংফেন, দিপাল প্রভৃতি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হচ্ছে। এছাড়া, টু-হুইলার ব্র্যান্ডগুলোর মধ্যে থাকছে বাজাজ, স্পিডোজ, ডংজিন গ্রুপ, সালিদা ইভি প্রভৃতি।

প্রসঙ্গত আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ, নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবাল ৩২ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সাথে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে। ৪টি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করছে।