ট্রাম্প প্রশাসনের প্রথম দিকেই ক্রিপ্টো-বান্ধব নির্দেশ জারির পরিকল্পনা

১৮ জানুয়ারি, ২০২৫ ১০:১২  
ট্রাম্প প্রশাসনের প্রথম দিকেই ক্রিপ্টো-বান্ধব নির্দেশ জারির পরিকল্পনা

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দিকের কার্যকালেই নির্বাহী ক্ষমতা ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি খাতের উপর থেকে নিয়ম-নীতির বোঝা কমাতে এবং ডিজিটাল সম্পদের গ্রহণযোগ্যতা বাড়াতে উদ্যোগ নেবেন বলে জানা গেছে। এ বিষয়ে অবগত তিনটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

ট্রাম্প, যিনি প্রচারণার সময় নিজেকে “ক্রিপ্টো প্রেসিডেন্ট” হিসেবে উপস্থাপন করেছিলেন, একটি ক্রিপ্টো উপদেষ্টা কাউন্সিল গঠনের নির্বাহী আদেশ স্বাক্ষরের পরিকল্পনা করছেন। জুলাই মাসে তিনি এই ধারণা প্রথমবার উত্থাপন করেন। দুই সূত্র জানিয়েছেন, এই কাউন্সিলের সদস্য সংখ্যা ২০ জন পর্যন্ত হতে পারে।

ব্লুমবার্গ নিউজ জানায়, এই কাউন্সিল সরকারকে ক্রিপ্টো-বান্ধব নীতিতে পরামর্শ দেবে। পাশাপাশি, ট্রাম্প প্রশাসন ২০২২ সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কর্তৃক গৃহীত “এসএবি ১২১” নির্দেশিকা প্রত্যাহারের আদেশ দেওয়ার পরিকল্পনাও করছে। এই নির্দেশিকা কিছু কোম্পানি, বিশেষত ব্যাংকগুলোর জন্য তৃতীয় পক্ষের হয়ে ক্রিপ্টোকারেন্সি রাখা অত্যন্ত ব্যয়সাপেক্ষ করে তুলেছে।

এছাড়া, ট্রাম্প “অপারেশন চোক পয়েন্ট ২.০” বন্ধের আদেশ দেওয়ার পরিকল্পনাও করছেন। ক্রিপ্টো শিল্পের নেতারা এই পদক্ষেপটিকে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মাধ্যমে ক্রিপ্টো কোম্পানিগুলোকে প্রথাগত আর্থিক ব্যবস্থার বাইরে রাখার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

যদিও ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থাগুলো এমন অভিযোগ অস্বীকার করেছে, ট্রাম্প প্রশাসনের এসব উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, তাহলে তা ক্রিপ্টোকারেন্সিকে মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

জো বাইডেন প্রশাসনের সময়, জনগণকে প্রতারণা ও মানি লন্ডারিং থেকে রক্ষার উদ্দেশ্যে ক্রিপ্টো কোম্পানিগুলোর উপর কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের নীতিগুলো এই খাতের প্রতি পুরোপুরি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারে।

ক্রিপ্টো ইন্ডাস্ট্রির সমালোচকরা স্যাম ব্যাংকম্যান-ফ্রাইডের ২৫ বছরের কারাদণ্ড এবং চ্যাংপেং ঝাও-এর মানি লন্ডারিং মামলায় কারাভোগের উদাহরণ দিয়ে এই শিল্পের ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

ট্রাম্পের একজন মুখপাত্র এবং এসইসি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।