বিমানবন্দরে দাঁড়িয়ে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

১১ ফেব্রুয়ারি, ২০২৫  
বিমানবন্দরে দাঁড়িয়ে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পোস্ট দিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নের বাড়িতে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে মধুরবহাটি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম রাজীব আহমেদ হেলু। তিনি অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অষ্টগ্রাম ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি।

জানা গেছে, রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে তোলা একটি ছবি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করে লেখেন ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’। ফেসবুকে এমন পোস্টের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে রাতে উপজেলার মধুরহাটি এলাকা থেকে রাজিবকে গ্রেফতার করে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।