চীনে পোর্শের বিক্রি ২৮ শতাংশ কমেছে

১৩ জানুয়ারি, ২০২৫ ১৬:৫৪  
চীনে পোর্শের বিক্রি ২৮ শতাংশ কমেছে

জার্মানির বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা পোর্শে এজি ২০২৪ সালে চীনে তাদের গাড়ি বিক্রিতে ২৮ শতাংশ পতনের কথা জানিয়েছে। বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনে ক্রমাগত দুর্বল চাহিদার কারণে এ পতন ঘটেছে। খবর রয়টার্স।

ভক্সওয়াগন গ্রুপের মালিকানাধীন পোর্শে ২০২৪ সালে চীনে ৫৬,৮৮৭টি গাড়ি বিক্রি করেছে। আগের বছর এই সংখ্যা ছিল ৭৯,২৮৩। চীনে বিক্রি কমে যাওয়ার ফলে বিশ্বব্যাপী পোর্শের মোট বিক্রি ৩ শতাংশ কমে ৩,১০,৭১৮ ইউনিটে নেমে আসে। যদিও জার্মানিসহ অন্যান্য বাজারে বিক্রিতে প্রবৃদ্ধি দেখা গেছে। নিজ দেশে বিক্রি ১১ শতাংশ বেড়েছে।

চীনের ভোক্তারা অর্থনৈতিক মন্দা এবং রিয়েল এস্টেট সংকটের কারণে বিলাসবহুল পণ্যে খরচ করতে অনাগ্রহী। এই পরিস্থিতি পোর্শেসহ অন্যান্য বিলাসবহুল গাড়ি নির্মাতাদের ওপর প্রভাব ফেলছে।

পোর্শের পরিচালনা পর্ষদের সদস্য ডেটলেফ ভন প্ল্যাটেন এক বিবৃতিতে বলেন, “২০২৪ সালের চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতিতেও আমরা নিজেদের অত্যন্ত স্থিতিশীল রাখতে পেরেছি।”

২০২৪ সালের অক্টোবরে পোর্শে জানিয়েছিল যে, চীনে দুর্বল চাহিদার কারণে তারা তাদের ডিলারশিপ নেটওয়ার্ক সংকুচিত করার পরিকল্পনা করছে।

চীনে অন্যান্য জার্মান গাড়ি নির্মাতারাও বিপাকে রয়েছে। মেরসিডিজ বেঞ্জ ২০২৪ সালে চীনে ৭ শতাংশ কম বিক্রির মুখে পড়ে, আর ভক্সওয়াগন ব্র্যান্ডের বিক্রি ৮.৩ শতাংশ কমে ২২ লাখ ইউনিটে দাঁড়িয়েছে।