সেমিকন্ডাক্টর গবেষণায় বাংলাদেশের নতুন অধ্যায়

প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্বে সিলিকন রিভার গড়তে আত্মপ্রকাশ করলো “ক্রেস্ট”

৩০ অক্টোবর, ২০২৫ ০০:০০  
প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্বে সিলিকন রিভার গড়তে আত্মপ্রকাশ করলো “ক্রেস্ট”

বাংলাদেশ সেমিকন্ডাক্টর প্রযুক্তির ভবিষ্যতের পথে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে গঠিত হলো সেন্টার অব রিসার্চ এক্সিলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি  (ক্রেস্ট)। দেশের প্রযুক্তিগত সার্বভৌমত্ব গড়ে তোলার অঙ্গীকারে প্রবাসী বাংলাদেশি (NRBs)-দের চিন্তা, নেতৃত্ব ও প্রচেষ্টায় বাস্তবায়িত হয়েছে এই গবেষণা মঞ্চ। 

বাংলাদেশ একাডেমি অব সেমিকন্ডাক্ট ইনোভেশন অ্যান্ড কারিকুলাম সাপোর্ট  (BASICS) -এর আওতায় প্রথম বিয়ার সামিটের (Biotech, Electronics, AI, and Robotics) লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে, উদ্ভাবন ও বৈশ্বিক সহযোগিতার ভিত্তিতে ক্রেস্ট এনআরবি (CREST NRBs) এবং স্থানীয় অংশীদারদের যৌথ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশকে সিলিকন রিভার হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন উদ্যোক্তারা। ২৮ অক্টোবর ‘ক্রেস্ট’ গঠনের কথা জানান দেশে প্রথমবারে অনুষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামের আহ্বায়ক এবং পার্দু ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ মোস্তফা হোসাইন। 

তিনি জানান, বাংলাদেশের নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড এবং দুইটি বিশ্বখ্যাত সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান-এর সহায়তায়, ক্রেস্ট-এর প্রথম বছর শুরু হচ্ছে ৭টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে ৯টি গ্র্যাজুয়েট ফেলোশিপ দিয়ে। ফেলোশিপ দিতে  ২১টি  বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানালে সাড়া দেয় ১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েটের ৩ জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে একজন করে মোট ৯ জন শিক্ষকের তত্ত্বাবধানে (মেন্টর) এই ফেলোশিপ দেয়া হবে। এই দলগুলো যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় -ইউসি বার্কলে ও পার্দুসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এই উদ্যোগের অন্তর্ভুক্ত রয়েছে ৬টি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র। এগুলো হলো AIUB, BUET, DU, IUT, MIST, এবং UIU — যেখানে ১২০ জনকে উন্নত সেমিকন্ডাক্টর ডিজাইনের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST) ও বাংলাদেশ সেমিকন্ডাক্ট ইন্ডাস্ট্রি  অ্যাসোসিয়েশন BSIA যৌথভাবে গড়ে তুলছে একটি ভার্চুয়াল ইনোভেশন হাব, যা হবে সংযোগ, দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য একটি ডিজিটাল ইকোসিস্টেম। এতে শিক্ষার্থী ও পেশাজীবীদের তথ্যভান্ডার, অনলাইন কোর্স, এবং দেশি-বিদেশি সেমিকন্ডাক্টর শিল্প ও  প্রবাসী বাংলাদেশী বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্কিং-এর সুযোগ থাকবে।

ক্রেস্ট (CREST) কাজ করবে লো-পাওয়ার ডিভাইস ডিজাইন, AI-কেন্দ্রিক সার্কিট ডিজাইন, অ্যাডভান্সড প্যাকেজিং, অটোমোটিভ অ্যাপ্লিকেশনের জন্য ReRAM, এবং সিলিকন ফোটোনিক্স-এর ওপর — যা বাংলাদেশের জন্য বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে একটি অর্থবহ অবদান রাখার পথ তৈরি করবে।

আয়োজকদের ভাষায় —“এটি কেবল একটি গবেষণা কেন্দ্র নয় — এটি প্রবাসী বাংলাদেশিদের সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা বাংলাদেশের প্রযুক্তি-নির্ভর ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার বহন করে,” তারা বলেন, “যেখানে বৈশ্বিক সহযোগিতা ও দেশীয় প্রতিভাই হবে উদ্ভাবনের চালিকাশক্তি।”