৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে পৌঁছালো অ্যাপল

২৯ অক্টোবর, ২০২৫ ১০:০৯  
৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে পৌঁছালো অ্যাপল

নতুন আইফোন মডেলের বিক্রিতে বিপুল সাড়া পাওয়ায় বাজারমূল্যে নতুন ইতিহাস গড়ল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মঙ্গলবার প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য সাময়িকভাবে বেড়ে ২৬৯.৮৯ ডলারে পৌঁছায়, ফলে বাজারমূল্য দাঁড়ায় ৪.০০৫ ট্রিলিয়ন ডলার। দিন শেষে সামান্য পতন হলেও কোম্পানির মূল্য ৩.৯৯২ ট্রিলিয়ন ডলারে স্থির হয়। খবর রয়টার্স।

খবরে বলা হয়, সেপ্টেম্বরের ৯ তারিখে আইফোন ১৭ সিরিজ ও আইফোন এয়ার উন্মোচনের পর থেকে অ্যাপলের শেয়ারমূল্য বেড়েছে প্রায় ১৩ শতাংশ। নতুন আইফোনের চাহিদা যুক্তরাষ্ট্র ও চীনে আগের মডেলের তুলনায় ১৪ শতাংশ বেশি বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট।

অ্যাপল জানিয়েছে, নতুন ফোন বিক্রি শুধু রাজস্বই বাড়াচ্ছে না, বরং ক্রেতাদের আরও গভীরভাবে তাদের ইকোসিস্টেমে যুক্ত করছে। বিশ্লেষকদের মতে, আইফোন এয়ারের হালকা ও আকর্ষণীয় নকশা স্যামসাংয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় সহায়ক হবে।

এভারকোর আইএসআই ব্রোকারেজ মনে করছে, অ্যাপলের সেপ্টেম্বর ত্রৈমাসিক আয় বাজারের প্রত্যাশা ছাড়াবে। 

উল্লেখ্য, এনভিডিয়া ও মাইক্রোসফটের পর অ্যাপলই এখন তৃতীয় কোম্পানি, যার বাজারমূল্য ছুঁয়েছে ৪ ট্রিলিয়ন ডলার।

ডিবিটেক/বিএমটি