ফক্সকনের কারখানায় কাজ করবে মানবাকৃতির রোবট

২৯ অক্টোবর, ২০২৫ ১২:৫৮  
ফক্সকনের কারখানায় কাজ করবে মানবাকৃতির রোবট

বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিকস নির্মাতা ও এনভিডিয়ার প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভার প্রস্তুতকারক ফক্সকন ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের হিউস্টন কারখানায় মানবাকৃতির রোবট ব্যবহার শুরু করবে। এই কারখানায় এনভিডিয়ার জন্য উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভার তৈরি হয়। খবর রয়টার্স।

রয়টার্সের জুন মাসের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, ফক্সকন ও এনভিডিয়া যৌথভাবে এই রোবট ব্যবহারের পরিকল্পনা করছে, যা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কার্যকর হবে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এনভিডিয়ার ডেভেলপার সম্মেলনে ফক্সকন জানায়, তাদের হিউস্টন কারখানাটি হবে এনভিডিয়ার আইজ্যাক জিআর০০টি এন মডেলচালিত মানবাকৃতির রোবট ব্যবহারকারী বিশ্বের প্রথম দিকের স্মার্ট কারখানাগুলোর একটি।

ফক্সকন জানিয়েছে—তারা টেক্সাস, উইসকনসিন ও ক্যালিফোর্নিয়ায় এআই সার্ভার উৎপাদন আরও বাড়াবে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে। 

ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ বলেন, “আমাদের দল যুক্তরাষ্ট্রে সবচেয়ে আধুনিক এআই ডেটা সেন্টার সমাধান নিয়ে কাজ করছে, যা আমাদের গ্রাহকদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে।”

ডিবিটেক/বিএমটি