আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চুয়েট রেজিস্ট্রারের বিবৃতি
বিএসসি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয়ে ন্যায্য অধিকার আদায় ও সংশ্লিষ্ট গ্রেডে কোটা বৈষম্য দূরীকরণের দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
২৮ আগস্ট (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় আহত শিক্ষার্থীদের যথাযথভাবে সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। আমরা চাই, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হোক। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের বদলে হামলা ও নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এতে আরো বলা হয়- “বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর এহেন আচরণে আমরা অত্যন্ত সংক্ষুব্ধ ও মর্মাহত। আমরা উপরোক্ত হামলার ঘটনার তদন্ত, দোষীদের শাস্তি এবং যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”







