গুগলের এআই সামারি নিয়ে পেনস্কে মিডিয়ার মামলা

রোলিং স্টোন, বিলবোর্ড, ভ্যারাইটি ও হলিউড রিপোর্টারের মালিক পেনস্কে মিডিয়া করপোরেশন (পিএমসি) গুগলের বিরুদ্ধে নতুন মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, গুগল অনুমতি ছাড়াই সংবাদ প্রকাশকদের কনটেন্ট ব্যবহার করে এআই সারাংশ তৈরি করছে, যা তাদের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করছে। খবর রয়টার্স।
এই প্রথম কোনো প্রকাশনা সংস্থা গুগল ও এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে সরাসরি এআই সারাংশ প্রদর্শনের অভিযোগে আদালতে নিল। যদিও এর আগে প্রকাশক ও লেখকরা একই ধরনের কপিরাইট ইস্যুতে অন্যান্য এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। ইউরোপে গুগল ইতিমধ্যেই এআই ওভারভিউস নিয়ে অ্যান্টিট্রাস্ট অভিযোগের মুখোমুখি।
পিএমসি’র প্রধান নির্বাহী জে পেনস্কে বলেন, “আমাদের দায়িত্ব সেরা সাংবাদিক ও পুরস্কারজয়ী সাংবাদিকতাকে রক্ষা করা এবং ডিজিটাল মিডিয়ার ভবিষ্যৎ সুরক্ষিত রাখা। গুগলের বর্তমান কর্মকাণ্ড তা হুমকির মুখে ফেলছে।”
মামলায় অভিযোগ করা হয়েছে, গুগল তাদের সার্চে কনটেন্ট ইনডেক্স করার শর্ত হিসেবে প্রকাশকদের কনটেন্ট এআই ওভারভিউসে ব্যবহারের দাবি করছে। এতে ক্লিক কমে যাওয়ায় বিজ্ঞাপন, সাবস্ক্রিপশন ও অন্যান্য আয় কমছে।
গুগল মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, এআই ওভারভিউস সার্চকে আরও কার্যকর করছে এবং প্রকাশকদের জন্য নতুন ট্রাফিকের সুযোগ তৈরি করছে। তিনি মামলাকে ‘অমূলক’ দাবি করে গুগলের পক্ষ থেকে প্রতিরোধ গড়ার ঘোষণা দেন।
ডিবিটেক/বিএমটি