টিকটক বিক্রিতে ফের সময়সীমা বাড়াতে পারেন ট্রাম্প

চীনা মালিকানাধীন জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য ভিডিও অ্যাপ টিকটকের যুক্তরাষ্ট্র শাখা বিক্রি বা বন্ধ করার সময়সীমা আবারও পিছিয়ে দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে সম্পর্কিত একটি সূত্র জানিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বরের ডেডলাইন বাড়ানো হতে পারে। এটি হবে ট্রাম্পের চতুর্থ দফা সময়সীমা বর্ধন। খবর রয়টার্স।
মূলত জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাইটড্যান্সকে টিকটক বিক্রি বা যুক্তরাষ্ট্রে কার্যক্রম গুটিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত প্রক্রিয়ায় খুব বেশি অগ্রগতি হয়নি। টিকটকের অ্যালগরিদম যুক্তরাষ্ট্রের কোনো ক্রেতার কাছে হস্তান্তরের আগে বেইজিংয়ের অনুমোদন প্রয়োজন, যা প্রক্রিয়াকে আরও জটিল করেছে।
গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, অ্যাপটির জন্য মার্কিন ক্রেতারা প্রস্তুত আছেন এবং প্রয়োজনে তিনি সময় বাড়াতে পারেন। তবে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখনো আলোচনা করছি। হয়তো অ্যাপটি বন্ধ হয়ে যাবে, আবার হয়তো নয়। সবকিছু চীনের ওপর নির্ভর করছে।”
ওয়াশিংটন দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে যে, বেইজিং টিকটক ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর নজরদারি, চাপ সৃষ্টি বা সেন্সরশিপ চালাতে পারে। তবে ট্রাম্প বারবার জানিয়েছেন, তিনি অ্যাপটিকে বাঁচিয়ে রাখতে চান।
রবিবার স্পেনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে, যেখানে টিকটক বিষয়টিও আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব নয় বলে সূত্র জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি