সোমবার ৩ বিভাগে পরীক্ষামূলক বাণিজ্যিক ৫জি-তে রবি

১ সেপ্টেম্বর, ২০২৫  
১ সেপ্টেম্বর, ২০২৫  
সোমবার ৩ বিভাগে পরীক্ষামূলক বাণিজ্যিক ৫জি-তে রবি

২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশে টেলিটক পরীক্ষামূলকভাবে ৫জি চালু করলেও, এটি এখনও পুরোপুরিভাবে চালু হয়নি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত নীতিমালা অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত অপারেটরদের নীতিমালা প্রকাশের এক বছরের মধ্যে সেবা চালু করার বিধান মেনে বিমানবন্দর, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল এবং বাণিজ্যিক এলাকায় ২০২৫ সালের ৩০ অক্টোবরের মধ্যে ফাইভ-জি প্রযুক্তি নিশ্চিত করার জন্য নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা।

সেই বিধি মেনেই সব অপারেটরের আগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নির্বাচিত কিছু এলাকায় বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের পরীক্ষামূলক মোবাইল সেবা (৫জি) চালু করতে যাচ্ছে মোবাইল অপারেট রবি আজিয়েটা। সূত্রমতে, ১ সেপ্টেম্বর, সোমবার বিকেল থেকেই এসব এলাকায় ৫জি–সক্ষম স্মার্টফোন ব্যবহারকারীরা নতুন সেবাটি ব্যবহার করতে পারবেন।

সূত্রমতে, উদ্বোধনের পর ঢাকার শাহবাগ, ফকিরাপুল এবং রবির নিজস্ব অফিস প্রাঙ্গণে এই সেবা চালু হবে।  অপারেটরটির কর্পোরেট অফিসে এই সেবার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এর আগে দেশে প্রথমবারের মতো ২০১৮ সালের ২৫ জুলাই রাজধানীর সোনারগাঁও হোটেলে রবি ও হুয়াওয়ের যৌথ উদ্যোগে ৫জি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই বছরের ১২ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে ছয়টি স্থানে ৫জি টেস্ট ড্রাইভ করে। পরবর্তীতে ২০২২ সালে গ্রামীণফোন ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ট্রায়াল পরিচালনা করে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এতদিন বাণিজ্যিক পর্যায়ে এই সেবা চালু হয়নি। বাণিজ্যিক সেবা চালুর অংশ হিসেবে গত আগস্ট মাসে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনায় ফাইভ-জি প্রযুক্তি ব্যবহারের বিষয়ে একটি সমীক্ষা  করতে মোবাইল অপারেটরটির সহযোগী কোম্পানি এক্সেনটেকের সঙ্গে চুক্তি করে চট্টগ্রাম কর্তৃপক্ষ।