ট্রাম্পের মামলায় ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে মাস্কের এক্স

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০০  
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:২১  
ট্রাম্পের মামলায় ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে মাস্কের এক্স

লন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মামলায় ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর তার এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়। এরপর ট্রাম্প ফেসবুক, গুগল ও এক্সের বিরুদ্ধে মামলা করেন, অভিযোগ ছিল তার কণ্ঠরোধ করা হয়েছে।

এর আগে গত মাসে মেটা ট্রাম্পের করা মামলায় ২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। ট্রাম্পের আইনজীবীরা প্রথমে এক্সের সঙ্গে মামলা চালিয়ে না যাওয়ার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছানোর সিদ্ধান্ত নেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারে ২৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন এবং বর্তমানে হোয়াইট হাউজের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’র প্রধান হিসেবে কাজ করছেন।

এদিকে, ট্রাম্পের আইনজীবীরা এখন গুগলের সঙ্গেও মামলার নিষ্পত্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এক্স, গুগল বা হোয়াইট হাউজের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ডিবিটেক/বিএমটি