গুগল ড্রাইভে আসছে দ্রুত ভিডিও এডিটিং সুবিধা

২৫ আগষ্ট, ২০২৫  
গুগল ড্রাইভে আসছে দ্রুত ভিডিও এডিটিং সুবিধা

গুগল তাদের ক্লাউড স্টোরেজ সেবা গুগল ড্রাইভ-এ ভিডিও সম্পাদনার নতুন সুবিধা গুগল ভিডস ইন্টিগ্রেশন চালু করতে যাচ্ছে। এই ফিচারটি মূলত গুগল ওয়ার্কস্পেসের নির্দিষ্ট গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামী ১৫ দিনের মধ্যেই ধাপে ধাপে তা চালু হবে। খবর জিএসএম এরিনা।

গুগলের ঘোষণা অনুযায়ী, ব্যবহারকারীরা গুগল ড্রাইভে ভিডিও ওপেন করার সময় উপরের ডানদিকে একটি বেগুনি রঙের গুগল ভিডস আইকন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলে ভিডিওটি সরাসরি গুগল ভিডসে লোড হবে এবং সেখানেই ভিডিও কাটছাঁট, সংগীত সংযোজন, টেক্সট ওভারলে সহ মৌলিক সম্পাদনার কাজ সম্পূর্ণ ক্লাউড-ভিত্তিক পরিবেশে করা যাবে। সম্পাদনার পর একটি নতুন ভিডস ফাইল তৈরি হবে, যা আলাদাভাবে সংরক্ষণ করতে হবে।

তবে এই ইন্টিগ্রেশন কেবলমাত্র এমপি৪, কুইকটাইম, ওজিজি এবং ওয়েবএম ফরম্যাটের ভিডিওর জন্য প্রযোজ্য হবে, যেগুলোর দৈর্ঘ্য ৩৫ মিনিটের কম এবং আকার ৪ গিগাবাইটের নিচে। বিনামূল্যের গুগল ড্রাইভ ব্যবহারকারীরা আপাতত এই সুবিধা পাবেন না। 

ফিচারটি পাওয়া যাবে নিম্নলিখিত ওয়ার্কস্পেস গ্রাহকদের জন্য: বিজনেস স্টার্টার, স্ট্যান্ডার্ড ও প্লাস; এন্টারপ্রাইজ স্টার্টার, স্ট্যান্ডার্ড ও প্লাস; এসেনশিয়ালস, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস ও এন্টারপ্রাইজ এসেনশিয়ালস প্লাস; ননপ্রফিটস; জেমিনি এডুকেশন বা জেমিনি এডুকেশন প্রিমিয়াম ব্যবহারকারীরা; গুগল এআই প্রো ও আল্ট্রা সাবস্ক্রাইবার এবং পূর্বে জেমিনি বিজনেস বা জেমিনি এন্টারপ্রাইজ অ্যাড-অন ক্রয়কারী গ্রাহকরা।

ডেস্কটপে ফিচারটির ব্যবহার সবচেয়ে সহজ হবে বলে গুগল জানালেও মোবাইল ব্রাউজারের মাধ্যমেও সীমিত পরিসরে এটি ব্যবহার করা যাবে।

ডিবিটেক/বিএমটি