ওপেন সোর্স হিসেবে উন্মুক্ত হলো গ্রোক ২.৫ মডেল

ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল গ্রোক-এর পুরনো সংস্করণ গ্রোক ২.৫-এর মডেল ওয়েটস ওপেন সোর্স হিসেবে প্রকাশ করেছে। মডেলটি এখন ওপেন সোর্স প্ল্যাটফর্ম হাগিং ফেস-এ পাওয়া যাচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, “গ্রোক ২.৫ মডেল, যা গত বছর পর্যন্ত আমাদের সেরা মডেল ছিল, এখন সেটি ওপেন সোর্স।” তিনি আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে গ্রোক ৩ মডেলও ওপেন সোর্স করা হবে।
এআই প্রকৌশলী টিম কেলগ জানান, গ্রোক মডেলের লাইসেন্স কাস্টম হলেও এতে কিছু অ্যান্টি-কম্পিটিটিভ শর্ত রয়েছে।
গ্রোক মডেল নিয়ে এর আগে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। চ্যাটবটটি “হোয়াইট জেনোসাইড” ষড়যন্ত্র তত্ত্বের প্রতি আগ্রহ দেখানো, হলোকাস্টের মৃত্যুর পরিসংখ্যান নিয়ে সংশয় প্রকাশ এবং নিজেকে “মেখা হিটলার” হিসেবে আখ্যায়িত করায় সমালোচনার মুখে পড়ে। পরে এক্সএআই গ্রোকের সিস্টেম প্রম্পট গিটহাবে উন্মুক্ত করে।
সম্প্রতি মাস্ক নতুন সংস্করণ গ্রোক ৪-কে “সর্বাধিক সত্যনিষ্ঠ এআই” হিসেবে বর্ণনা করলেও জানা গেছে, বিতর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার আগে মডেলটি মাস্কের এক্স অ্যাকাউন্টের পোস্টও বিবেচনায় আনে।
ডিবিটেক/বিএমটি