চীনে চিপ বিক্রিতে যুক্তরাষ্ট্রকে ১৫% রাজস্ব দেবে এনভিডিয়া ও এএমডি

১১ আগষ্ট, ২০২৫ ১৫:২২  
১১ আগষ্ট, ২০২৫ ১৫:২৩  
চীনে চিপ বিক্রিতে যুক্তরাষ্ট্রকে ১৫% রাজস্ব দেবে এনভিডিয়া ও এএমডি

এনভিডিয়া ও এএমডি চীনে উন্নতমানের এআই চিপ বিক্রি থেকে প্রাপ্ত আয়ের ১৫% যুক্তরাষ্ট্র সরকারকে দেওয়ার চুক্তিতে সম্মত হয়েছে। মার্কিন এক কর্মকর্তা রবিবার এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স।

ট্রাম্প প্রশাসন গত এপ্রিল চীনে এনভিডিয়ার এইচ২০ চিপ বিক্রি বন্ধ করলেও, গত মাসে বিক্রি পুনরায় শুরুর অনুমতি মেলে। বাণিজ্য বিভাগ ইতিমধ্যে এইচ২০ ও এএমডির এমআই৩০৮ চিপ বিক্রির লাইসেন্স দেওয়া শুরু করেছে। 

এনভিডিয়া জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নিয়ম মেনেই বিশ্ববাজারে কাজ করে এবং আশা করছে নতুন রপ্তানি নীতি আমেরিকাকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে। এএমডি এ বিষয়ে মন্তব্য করেনি। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র প্রযুক্তি ও বাণিজ্য ইস্যু ব্যবহার করে তাদের দমন করছে। 

ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, রপ্তানি লাইসেন্সের শর্ত হিসেবে এই অর্থ দেওয়ার শর্ত যুক্ত হয়েছে। 

এনভিডিয়ার গত অর্থবছরে চীন থেকে আয় ছিল ১৭ বিলিয়ন ডলার, যা মোট আয়ের ১৩%। এএমডির ২০২৪ সালে চীনে আয় হয়েছে ৬.২ বিলিয়ন ডলার, যা তাদের মোট আয়ের ২৪%।

ডিবিটেক/বিএমটি