জেমিনি সামারি কার্ড এখন জিমেইলের ওয়েব ভার্সনেও

১৩ জুলাই, ২০২৫  
১৩ জুলাই, ২০২৫  
জেমিনি সামারি কার্ড এখন জিমেইলের ওয়েব ভার্সনেও

মে মাসে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য জিমেইলে জেমিনি সামারি কার্ড চালু করার পর, এবার ওয়েব ভার্সনেও এই সুবিধা যুক্ত করা হয়েছে। খবর গুগল ব্লগ।

ব্লগ পোস্টে বলা হয়, দীর্ঘ ইমেইল থ্রেড বা একাধিক রিপ্লাইযুক্ত বার্তার ক্ষেত্রে ইমেইলের উপরে একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ দেখাবে এই ফিচার। 

র‍্যাপিড রিলিজ এবং নির্ধারিত রিলিজ ডোমেইনের জন্য রোলআউট সম্পূর্ণ হয়েছে। এই সুবিধা গুগল ওয়ার্কস্পেস বিজনেস স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং প্লাস; এন্টারপ্রাইজ স্টার্টার, স্ট্যান্ডার্ড এবং প্লাস; জেমিনি এডুকেশন বা জেমিনি এডুকেশন প্রিমিয়াম অ্যাড-অন ব্যবহারকারীরা এবং যাঁরা আগেই জেমিনি বিজনেস বা জেমিনি এন্টারপ্রাইজ অ্যাড-অন কিনেছেন, তাঁরাও ব্যবহার করতে পারবেন। 

ডিবিটেক/বিএমটি