জুলাই পুনর্জাগরণে ১৪ জুলাই শহীদ মিনারে ড্রোন শো

১২ জুলাই, ২০২৫  
১২ জুলাই, ২০২৫  
জুলাই পুনর্জাগরণে ১৪ জুলাই শহীদ মিনারে  ড্রোন শো

২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ১৪ জুলাই ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্ট ও ড্রোনশো প্রদর্শিত হবে।  ড্রোন শো হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে; রাত ১০টায়।

১২ জুলাই (শনিবার) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৪ জুলাই উইমেন ডে কনসার্টে সংগীত পরিবেশন করবেন শিল্পী সায়ান, শিল্পী এলিটা করিম, শিল্পী পারসা এবং ব্যান্ড এফ মাইনর ও ব্যান্ড ইলা লালা।

১৪ জুলাই রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরে প্রদর্শিত হবে 'জুলাই উইমেন', 'দীপক কুমার গোস্বামী', 'জুলাই বিষাদ সিন্ধু', 'জুলাই বীরগাথা' চলচ্চিত্র। থাকছে শহীদ পরিবারের স্মৃতিচারণও।

এর আগে ৮ জুলাই সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে  জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের’ আওতায় ৬৩ জেলা ও ঢাকা শহরে এলইডি স্ক্রিনের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা ও ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত ডকুমেন্টরি প্রদর্শনী ও পাঁচটি ড্রোন-শো করার সিদ্ধান্ত হয়।  এর জন্য স্থানীয় ও চীনা প্রতিষ্ঠান থেকে ড্রোন ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়।