ব্লুটুথ মেসেজিং অ্যাপ নিয়ে কাজ করছেন জ্যাক ডরসি
টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও ব্লক সিইও জ্যাক ডরসি ঘোষণা করেছেন, তিনি একটি নতুন মেসেজিং অ্যাপ 'বিচ্যাট' তৈরি করছেন। রোববার রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি জানান, সপ্তাহান্তে তিনি এই অ্যাপের উন্নয়নে সময় কাটিয়েছেন। খবর টেকক্রাঞ্চ।
'বিচ্যাট' ব্লুটুথ মেশ নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করবে, যার মাধ্যমে ইন্টারনেট বা সেলুলার নেটওয়ার্ক ছাড়াই বার্তা পাঠানো যাবে। সাধারণত ব্লুটুথের সীমাবদ্ধতার কারণে এই ধরনের অ্যাপ প্রায় ১০০ মিটার দূরত্ব পর্যন্ত কার্যকর থাকে। তবে ডরসির দাবি, তার অ্যাপের পরিসর ৩০০ মিটার পর্যন্ত বিস্তৃত করা সম্ভব, কারণ এটি আশেপাশের অন্যান্য ডিভাইসের মাধ্যমে বার্তা রিলে করে।
অ্যাপটি ইতিমধ্যে অ্যাপলের টেস্টফ্লাইটের মাধ্যমে ১০ হাজার ব্যবহারকারীর জন্য বেটা সংস্করণে উন্মুক্ত করা হয়েছে, যা দ্রুতই পূর্ণ হয়ে গেছে।
ডরসির এই উদ্যোগ তার প্রযুক্তি বিকেন্দ্রীকরণের প্রতি আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বিটকয়েনের বড় সমর্থক এবং একসময় ব্লুস্কাই প্রকল্পেরও সূচনা করেছিলেন।
ডিবিটেক/বিএমটি







