অ্যাপলের এআই মডেল প্রধানকে মেটায় নিয়োগ

৮ জুলাই, ২০২৫ ১৯:৩৮  
৮ জুলাই, ২০২৫ ২২:১০  
অ্যাপলের এআই মডেল প্রধানকে মেটায় নিয়োগ

অ্যাপলের এআই মডেল প্রধান রুমিং প্যাং প্রতিষ্ঠান ছেড়ে মেটায় যোগ দিচ্ছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। মেটা সিইও মার্ক জাকারবার্গের নতুন এআই সুপারইন্টেলিজেন্স ইউনিটের নেতৃত্ব দিতে প্যাংকে নিয়োগ দেওয়া হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

প্যাং অ্যাপলের অভ্যন্তরীণ টিমের নেতৃত্ব দিতেন, যারা অ্যাপল ইন্টেলিজেন্স এবং অন্যান্য অন-ডিভাইস এআই ফিচারের জন্য ফাউন্ডেশন মডেল তৈরি করতেন। তবে অ্যাপলের এআই মডেলগুলো তুলনামূলকভাবে দুর্বল এবং ওপেনএআই, অ্যানথ্রপিক কিংবা মেটার মতো প্রতিদ্বন্দ্বীদের মডেলের চেয়ে অনেক কম কার্যকর। এমনকি, সিরি-তে তৃতীয় পক্ষের এআই মডেল যুক্ত করার বিষয়েও অ্যাপল ভাবছে বলে জানা গেছে।

প্যাং-এর এই পদত্যাগ অ্যাপলের সমস্যাগ্রস্ত এআই ইউনিট থেকে আরও অনেকের প্রস্থানের ইঙ্গিত হতে পারে বলে ব্লুমবার্গ জানিয়েছে।

প্যাং মেটায় যোগ দিয়ে ছোট, অন-ডিভাইস এআই মডেল ডিজাইনের অভিজ্ঞতা কাজে লাগাবেন। উল্লেখ্য, সম্প্রতি জাকারবার্গ গুগল ডিপমাইন্ড, ওপেনএআই এবং সেফ সুপারইন্টেলিজেন্স থেকে একাধিক শীর্ষ প্রতিভাকে মেটায় নিয়োগ করেছেন।

ডিবিটেক/বিএমটি