অ্যাপলের এআই মডেল প্রধানকে মেটায় নিয়োগ
 
                                অ্যাপলের এআই মডেল প্রধান রুমিং প্যাং প্রতিষ্ঠান ছেড়ে মেটায় যোগ দিচ্ছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। মেটা সিইও মার্ক জাকারবার্গের নতুন এআই সুপারইন্টেলিজেন্স ইউনিটের নেতৃত্ব দিতে প্যাংকে নিয়োগ দেওয়া হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
প্যাং অ্যাপলের অভ্যন্তরীণ টিমের নেতৃত্ব দিতেন, যারা অ্যাপল ইন্টেলিজেন্স এবং অন্যান্য অন-ডিভাইস এআই ফিচারের জন্য ফাউন্ডেশন মডেল তৈরি করতেন। তবে অ্যাপলের এআই মডেলগুলো তুলনামূলকভাবে দুর্বল এবং ওপেনএআই, অ্যানথ্রপিক কিংবা মেটার মতো প্রতিদ্বন্দ্বীদের মডেলের চেয়ে অনেক কম কার্যকর। এমনকি, সিরি-তে তৃতীয় পক্ষের এআই মডেল যুক্ত করার বিষয়েও অ্যাপল ভাবছে বলে জানা গেছে।
প্যাং-এর এই পদত্যাগ অ্যাপলের সমস্যাগ্রস্ত এআই ইউনিট থেকে আরও অনেকের প্রস্থানের ইঙ্গিত হতে পারে বলে ব্লুমবার্গ জানিয়েছে।
প্যাং মেটায় যোগ দিয়ে ছোট, অন-ডিভাইস এআই মডেল ডিজাইনের অভিজ্ঞতা কাজে লাগাবেন। উল্লেখ্য, সম্প্রতি জাকারবার্গ গুগল ডিপমাইন্ড, ওপেনএআই এবং সেফ সুপারইন্টেলিজেন্স থেকে একাধিক শীর্ষ প্রতিভাকে মেটায় নিয়োগ করেছেন।
ডিবিটেক/বিএমটি
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
