দারাজে ‘লাকি ৭.৭’ এ আইফোন ১৬ প্রো ম্যাক্স, রিভো ই-বাইক

৬ জুলাই, ২০২৫ ০৯:৫২  
৬ জুলাই, ২০২৫ ১২:৫৩  
দারাজে ‘লাকি ৭.৭’ এ আইফোন ১৬ প্রো ম্যাক্স, রিভো ই-বাইক

‘লাক ফেভারস দ্য ফাস্ট’ এই থিমে ৭ জুলাই থেকে ‘লাকি ৭.৭’ শুরু করেছে দারাজ বাংলাদেশ। আগামী ১৫ জুলাই পর্যন্ত চলমান এই একক ই-কামার্স উৎসবে ফ্ল্যাশ সেলে ৮০% পর্যন্ত ছাড়, ৩০ কোটি টাকা মূল্যমানের ভাউচার, ফ্রি ডেলিভারি ও নানা পুরস্কার ঘোষণা করেছে ই-কমার্স মার্কেটপ্লেসটি। বরাবরের মতো সংখ্যা খেলায় এবার মাত্র ৭ টাকায় ওভেন, ৭৭ টাকায় এয়ার ফ্রায়ার  এবং  মাত্র ৭৭৭ টাকায় গুগল টিভি পাওয়ার মতো সুযোগ পাবেন ক্রেতারা। 

‘দারাজ জ্যাকপট বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায়, ১৫ জুলাই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারী এবং ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য ক্রয় করে গ্রাহকরা জিতে নিতে পারেন একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং  রিভো ই-বাইক।

এছাড়া ‘১ দিনের বাজিমাত’ প্রতিযোগিতায় দিনের সর্বোচ্চ কেনাকাটাকারী গ্রাহককে রিয়েলমির সৌজন্যে একটি নতুন রিয়েলমি ১৪-টি মডেলের স্মার্টফোন, ৬ জুলাই পর্যন্ত চলা ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায়, যে গ্রাহক তার কার্টে সর্বাধিক পণ্য যোগ করবেন এবং ওই সময়ে অন্তত একটি অর্ডার করবেন সুমাশ টেকের সৌজন্যে তিনি পাবেন একটি এয়ারপডস্ প্রো (ফোর্থ জেনারেশন)।

ব্র্যান্ড গিভঅ্যাওয়ে প্রতিযোগিতায় লোটো পণ্য সর্বাধিক পরিমাণে ক্রয়কারী গ্রাহক পাবেন একটি বিলাসবহুল কক্সবাজার ট্রিপ এবং শপিং ভাউচার।

দারাজ বাংলাদেশ জানিয়েছে, সকল বিজয়ী সফল অর্ডারের ওপর ভিত্তি করে নির্বাচিত হবেন এবং ক্যাম্পেইন শেষে দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের নাম ঘোষণা করা হবে। ৭ জুলাই রাত ১২টা থেকে ১টা পর্যন্ত মিডনাইট রাশ আওয়ার-এ থাকছে ৮%-৯% পর্যন্ত উচ্চমূল্যের ভাউচার  গ্রাহকদের কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে দারাজ বিভিন্ন পেমেন্ট পার্টনারদের সাথে কাজ করছে। বিকাশ, সিটি ব্যাংক, মাস্টারকার্ড, ইস্টার্ন ব্যাংক, এবং লংকাবাংলা ফাইন্যান্সের মাধ্যমে পেমেন্টে থাকছে বিশেষ ছাড়। সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে থাকছে ইএমআই সুবিধাও।

এছাড়াও, ৩৯৯ টাকার বেশি অর্ডারে গ্রাহকরা ফ্রি ডেলিভারি এবং দারাজ চয়েস চ্যানেল থেকে কেনাকাটায় ‘৪টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি’ এর মতো আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

 এই আয়োজন নিয়ে  দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন, "লাকি ৭.৭ ক্যাম্পেইনটি কেবল একটি ছাড়ের উৎসব নয়, এটি আমাদের গ্রাহক ও বিক্রেতাদের ক্ষমতায়নের একটি উদ্যোগ। এর মাধ্যমে আমরা একদিকে সেরা সব ডিল দিয়ে গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছি, অন্যদিকে আমাদের হাজারো সেলার পার্টনারদের ব্যবসাকে আরও শক্তিশালী করতে ও তাদের বিক্রি বৃদ্ধিতে সহায়তা করছি। এটি এমন একটি সমন্বিত প্রচেষ্টা যা আমাদের ডিজিটাল অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।"

০৬-জুলাই/ডিজিবিটেক/এনডি