হোয়াটসঅ্যাপ -এ বিক্রয়

বিক্রেতার বিজ্ঞাপনের বিস্তারিত এখন পেইজ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজেই পেয়ে যাবে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়-এর ক্রেতারা। এজন্য নতুন এই ফিচারটি বিক্রয় ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ - উভয় প্ল্যাটফর্মেই চালু করা হয়েছে।
ফিচারটি ব্যবহারে বিক্রেতাদের কোনো আলাদা কোনো সেটআপের প্রয়োজন নেই। বিজ্ঞাপনে বিক্রেতার প্রথম যে মোবাইল নাম্বারটি দেয়া থাকে, সেটিই স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ যোগাযোগের জন্য ব্যবহৃত হবে।
নতুন এই ফিচারের মাধ্যমে ফোন কল ও চ্যাটের পাশাপাশি বিক্রয়-এর তৃতীয় যোগাযোগ মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ যুক্ত হলো। বিজ্ঞাপনের নিচে থাকা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলেই একটি প্রি-ফিল্ড (আগে থেকে লেখা) মেসেজসহ চ্যাট চালু হবে, যাতে বিজ্ঞাপনের লিংক বা তথ্য যুক্ত থাকবে।
এ বিষয়ে বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “ব্যবহারকারীদের জন্য আমরা সর্বদা প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও সহজে ব্যবহারযোগ্য সমাধান নিয়ে আসার চেষ্টা করি। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন আমাদের প্ল্যাটফর্মে এমনই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি শুধু ক্রেতাদের নয়, বিক্রেতাদের জন্যও একটি বড় সুযোগ। এখন তারা আরও বেশি আগ্রহী ক্রেতার কাছ থেকে সরাসরি বার্তা পাবেন, যা বিক্রির সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি ক্রেতা-বিক্রেতার মধ্যে আরও কার্যকর ও সরাসরি যোগাযোগ নিশ্চিত করবে।”