ফের টিকটক শপের কর্মী ছাঁটাই

মার্কিন বাজারে টিকটক শপের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের পর থেকে এটি তৃতীয় দফায় কর্মী ছাঁটাই করেছে, যদিও কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, সে সংখ্যা জানানো হয়নি। খবর টেকক্রাঞ্চ।
প্রায় দুই বছর আগে চালু হওয়া টিকটক শপ ইউএস বিভিন্ন পণ্য বিক্রি করে এবং ক্রিয়েটরদের ভিডিওর মাধ্যমে বিক্রি হলে কমিশন প্রদান করে। যদিও টিকটকের দ্রুততম বর্ধনশীল ব্যবসা এটি, তবে মার্কিন বাজারে টিকটকের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পর চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটকের মার্কিন ইউনিট বিক্রির জন্য সময় দেওয়া হলেও, বারবার সেই সময়সীমা পিছিয়েছে। তবে সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, একটি সম্ভাব্য ক্রেতার সাথে আলোচনা চলছে, যেখানে পরিচিত ভিসি (ভেঞ্চার ক্যাপিটাল) বিনিয়োগকারীরাও থাকতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি