বিভ্রাট শেষে স্বাভাবিক হচ্ছে ইনস্টাগ্রাম

৩ জুলাই, ২০২৫  
৩ জুলাই, ২০২৫  
বিভ্রাট শেষে স্বাভাবিক হচ্ছে ইনস্টাগ্রাম

মার্কিন যুক্তরাষ্ট্রে হাজারো ব্যবহারকারীর জন্য বন্ধ হয়ে যাওয়া ইনস্টাগ্রাম সেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আউটেজ পর্যবেক্ষণকারী সাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে রিপোর্ট সংখ্যা কমে ৮৪৯-এ নেমে আসে, যা আউটেজের সময় সর্বোচ্চ ১৬,৭৪৭ ছিল। খবর রয়টার্স।

এই সাইটটি বিভিন্ন ব্যবহারকারীর রিপোর্টের ভিত্তিতে সার্ভারের সমস্যার তথ্য প্রকাশ করে। তবে ঠিক কী কারণে ইনস্টাগ্রামে সমস্যা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস এ বিষয়ে রয়টার্সের অনুরোধ সত্ত্বেও কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে হঠাৎ করে আউটেজের ঘটনা বেড়ে গেছে, যা ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে ইনস্টাগ্রাম, যেটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জনপ্রিয় ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, সেটির সেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেকের কার্যক্রম ব্যাহত হয়।

ডিবিটেক/বিএমটি