ক্লাউড সেবায় শতভাগ সুরক্ষার তগিদ

২৪ জুন, ২০২৫  
২৪ জুন, ২০২৫  
ক্লাউড সেবায় শতভাগ সুরক্ষার তগিদ

প্রযুক্তিতে দ্রুততার চেয়ে প্রভাবক ভূমিকা পালনে খাত সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। ক্লাউড বা অনলাইন সেবার ক্ষেত্রে ম্যাক্সিমামের চেয়ে 'ফুল সিকিউরিটি'-তে জোর দিয়েছেন তিনি। 

২৩ জুন রাজধানীর তেজগাঁওয়ে রবি আজিয়েটার প্রধান কর্যালয়ে এক্সেনটেক টিয়ার ৪ ক্লাউড প্লাটফর্ম এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

সচিব বলেছেন, যেহেতু এক্সেনটা ডাটার শতভাগ সুরক্ষা দেয়ার প্রত্যাশা করছে, সেক্ষেত্রে আশা করা যায়, ডার্কওয়েবে পার্সোনাল ডাটা ফাঁস হওয়া কমে যাবে।

রবির এই উদ্যোগ সরাকরি ডেটা সন্টােরের জন্য সহায়ক ভূমিকা পালন করবে উল্লেখ করে শীষ হায়দার বলেছেন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগস্টের মধ্যে দুটি অধ্যাদেশ পাশ হতে যাচ্ছে। এআই নীতিমালায় নীতিবোধ যুক্ত করা হচ্ছে। ক্লাউডের প্রসারে প্রয়োজনীয় নীতি সহায়তায় সরকার প্রস্তুত। 

 এক্সেনটেক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক আদিল হোসাইন নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে রবির কোম্পানি সচিব সাহেদ আলম, সিসিও এ কে এম নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।